কোরোরাপিথেকাস
Chororapithecus

হোমিনোইডিয়া ঊর্ধ্বগোত্রের অধীনস্থ গোরিল্লিনি গোষ্ঠীর একটি আদিম প্রজাতি হলো- Chororapithecus abyssinicus

উল্লেখ্য, প্রায় ১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে, হোমিনিনাই উপগোত্র থেকে গোরিল্লিনি গোষ্ঠী পৃথক হয়ে যায়। এই গোষ্ঠীর আদিম প্রজাতিকে
Chororapithecus abyssinicus আদিম গোরিলা হিসেবে বিবেচনা করা হয়। ৭২ থেকে ৭০ লক্ষ খ্রিষ্টপূর্ব্দের দিকে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল।

২০০৭ খ্রিষ্টাব্দে এই বিশেষ প্রজাতির নামকরণ করেছেন
Suwa । এর জীবাশ্ম পাওয়া গেছে ইথিওপিয়ার
সূত্র :
http://en.wikipedia.org/wiki/