পোঙ্গিনাই
Ponginae

প্রাইমেট বর্গের প্রাণীর একটি উপগোত্র বিশেষ। এই উপগোত্রটি বিশেষভাবে পরিচিত ওরাংওটাং-র জন্য।

.৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের হোমিনোইডিয়া দুটি ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগ দুটি হলো- হোমিনিডি হাইলোবাটাইডি

১.৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিডি গোত্রের প্রাণীকুলের বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- পোঙ্গিনাই উপগোত্র ও হোমিনিনাই উপগোত্র। এর ভিতরে পোঙ্গিনাই উপগোত্রটি আবির্ভূত হয়েছিল ১.৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে।

পোঙ্গিনাই উপগোত্রের
প্রজাতিসমূহ ১৫.৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ৩টি ভাগে গোষ্ঠীতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই গোষ্ঠীগুলো হলো-

উল্লেখ্য, পোঙ্গো গণের ওরাংওটাং ছাড়া বাকি সকল গণের প্রজাতিসমূহ বিলুপ্ত হয়ে গেছে।

এই গোষ্ঠীর প্রজাতিদের আবাসস্থল ছিল ইউরোপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। প্রজাতিভেদে এরা বাস করতো তুরস্ক, ভারত, পাকিস্তান, নেপাল, চীন, মায়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।