খোরাট্‌পিথেকাস
Khoratpithecus

পোঙ্গিনাই উপগোত্রের পোঙ্গিনি গোষ্ঠীর একটি গণের নাম। ২০০৪ খ্রিষ্টাব্দে এই গণের নামকরণ করেছিলেন Chaimanee । ধারণা করা হয় এরা ৯-৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বর্তমান দক্ষিণপূর্ব এশিয়ার মায়ানমার এবং থাইল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বসবাস করতো। ২০১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই গণের তিনটি প্রজাতির জীবাশ্ম পাওয়া গেছে। এর সকল প্রজাতিই ৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতর বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই গণের প্রজাতিসমূহ এই গণের প্রজাতিসমূহ ছিল উদ্ভিদভোজী। এরা গাছের কচি পাতা ও শাখা, ফল, ফুল ইত্যাদি আহার করতো।
সূত্র :