লুটেশিয়ান আমল
Lutetian Age
৪.৭৮-৪.১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ

 

ইয়োসিন অন্তঃযুগের দ্বিতীয় আমল। কোটি ৭৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই আমল শুরু হয় এবং শেষ হয় ৪ কোটি ১২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে। ১৮৮৩ খ্রিষ্টাব্দে ফরাসি ভূতাত্ত্বিক Albert de Lapparent এই আমল সম্পর্কে প্রথম ধারণা দেন।  ফরাসি শহর প্যারিসের ল্যাটিন নাম Lutetia থেকে এই আমলের নামকরণ করা হয়েছে। এই আমলের শেষে শুরু হয়েছিল বার্টোনিয়ান আমল
 

এই আমলের শুরুর দিকে অর্থাৎ ৪.৬২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে স্তন্যপায়ীর প্রাণীর আর্টিয়োডাক্টাইলা বর্গটি বিভাজিত হয়ে টাইলোপোডা উপবর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। আর ৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই বর্গ থেকে উদ্ভব হয়েছিল ক্যামেলিডি গোত্রের প্রজাতিসমূহ। এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল প্রোটাইলোপাস গণের প্রজাতিসমূহ। এদের একটি শাখা থেকে উদ্ভব হয়েছে বর্তমান কালের নানা জাতের উট। তবে মূল প্রোটাইলোপাস গণের প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল ৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দে।

এদের দৈর্ঘ্য ছিল মাত্র ৮০ সেন্টিমিটার, আর ওজন ছিল ২৬ কিলোগ্রাম। এদের দাঁতের গঠন থেকে ধারণা করা যায়, এরা নরম ঘাস লতাপাতা আহার করতো।

এদের সামনের পা পিছনের পায়ের চেয়ে অপেক্ষাকৃত খাটো ছিল। প্রতিটি পায়ে চারটি খুর ছিল। তবে এদের দেহের ভার সবচেয়ে বেশি বহন করতো  তৃতীয় এবং চতুর্থ খুর। বিজ্ঞানীরা মনে করেন এরা ছিল বর্তমান কালের উটের পূর্ব-পুরুষ।

 


সূত্র