অলুরোইডিয়া
Aeluroidea

স্তন্যপায়ী শ্রেণির মাংশাসী প্রাণীর থাক বিশেষ। ১৮৬৯ খ্রিষ্টাব্দে এই থাকটির নামকরণ করেছিলেন উইলিয়াম হেনরি ফ্লাওয়ার। ৩.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ফেলিফোরমিয়া উপবর্গ থেকে এই থাকের প্রজাতি সমূহের আবির্ভাব ঘটেছিল।

এরা ছিল একই শ্বাপদ ও বিড়াল জাতীয় প্রজাতি মিশ্র রূপে। এরা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই থাকে উৎপন্ন হয়েছিল কয়েকটি অধঃস্তন গোত্র। যেমন-