ফেলিফোর্মিয়া
Feliformia

স্তন্যপায়ী শ্রেণির মাংশাসী প্রাণীর উপবর্গ বিশেষ। ১৯৪৫ খ্রিষ্টাব্দে এই থাকটির নামকরণ করেছিলেন ক্রেটজোয়ি।

প্রায় ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ফেরি থাকের কিছু প্রজাতি ধীরে ধীরে মাংশাসী হয়ে উঠতে থাকে। ৪.২ কোটি খ্রিষ্টাব্দের ভিতরে পূর্ণাঙ্গ মাংশাসীদের আভির্ভাব ঘটে। সামগ্রিকভাবে এদেরকে কার্‌নিভোরামোর্ফা থাক হিসেবে বিবেচনা করা হয়। ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই থাকের আদি প্রজাতিগুলো থেকে ভিভেরাভাইডি গোত্রের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল। এরা আধা মাংশাসী ছিল। এই আদি গোত্রের সকল প্রজাতি বিলুপ্ত  হয়ে গেছে।

অবশিষ্ট প্রজাতি থেকে দ্বিতীয় পর্যায়ের কার্নভোরাফোর্মেস থাকের মিয়াসিডায়ি গোত্রে প্রাচীন মাংশাসী প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এদের ভিতরে মাংশাসী চরিত্র অনেক বেশি ছিল। এরাও বিলুপ্ত হয়ে গিয়েছিল।

৪.২ থেকে ৩.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই উপবর্গটি ২টি বিভাজিত হয়ে যায়। এগুলো হলো-