বার্টোনিয়ান
আমল
(Bartonian
Age)
(৩.৮০-৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
ইয়োসিন অন্তঃযুগের
তৃতীয় আমল।
৩ কোটি
৮০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে
এই আমল শুরু হয় এবং শেষ হয়
৩ কোটি ৩৯
লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে।
১৮৫৭ খ্রিষ্টাব্দে সুইজারল্যান্ডের ভূতাত্ত্বিক
Karl Mayer-Eyma
এই আমল সম্পর্কে প্রথম ধারণা দেন।ফরাসি শহর প্যারিসের ল্যাটিন নাম
Lutetia
থেকে এই আমলের নামকরণ করা হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডের
Barton-on-Sea
নামক উপকূলীয় একটি গ্রামের নাম থেকে এর
নামকরণ করা হয়েছে।
৪.২ থেকে ৩.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ফেলিফোরমিয়া উপবর্গটি ২টি বিভাজিত হয়ে যায়। এগুলো হলো-
সূত্র
https://notendur.hi.is/
http://en.wikipedia.org/wiki/Eocene