টাইলোপোডা
Tylopoda

স্তন্যপায়ী শ্রেণির প্রাণীর একটি উপবর্গ। ১৮১১ খ্রিষ্টাব্দে এই উপবর্গের নামকরণ করেছিলেন জর্মান জীববিজ্ঞানী ইল্লগের।

ধারণা করা হয়
লুটেশিয়ান আমলের শুরুর দিকে অর্থাৎ
৪.৬২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে স্তন্যপায়ীর প্রাণীর আর্টিয়োডাক্টাইলা বর্গটি বিভাজিত হয়ে গিয়েছিল। নতুন ধারার এ সকল প্রজাতির পায়ের খুরের তলায় মাংস পূঞ্জীভূত হয়ে শক্ত গদির সৃষ্টি হয়েছিল। অন্যদিকে অন্যান্য প্রজাতিগুলোর পায়ের তলায় গদি সৃষ্টি হয় নি। এই দুটি ধারা হলো-

আদিম টাইলোপোডা উপবর্গের প্রজাতিসমূহের আদি বাসস্থান ছিল দক্ষিণ আমেরিকা এবং এশিয়ায়। এরই ভিন্নতর প্রজাতি বিকশিত হয়েছিল অস্ট্রেলিয়া। অন্য দিকে মূলধারায় থেকে যাওয়া প্রজাতিগুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন আর্টিয়োফাবুলা। এই বিচারে আর্টিয়োডাক্টাইলা বর্গের প্রাণির বিভাজন দাঁড়িয়েছে দুটি দাঁড়িয়েছিল-

 

 

 

এই উপবর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল।

খ্রিষ্টপূর্ব ৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে টাইলোপোডা উপবর্গ থেকে উদ্ভব হয়েছিল একাধিক ঊর্ধগোত্রের প্রজাতিসমূহ। এই ঊর্ধগোত্রগুলো হলো-



 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র: