|
৪.৬২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
কিছু প্রজাতির পায়ের খুরের পরিবর্তন ঘটেছিল নতুন ভাবে। এদের পায়ের খুরের তলায় মাংস
পূঞ্জীভূত হয়ে শক্ত গদির সৃষ্টি হয়েছিল। এই জাতীয় প্রজাতিগুলোকে বিজ্ঞানীরা নাম
দিয়েছেন
টাইলোপোডা। অন্য দিকে মূলধারায় থেকে যাওয়া প্রজাতিগুলোকে অন্তর্ভুক্ত
করেছিলেন আর্টিয়োফাবুলা। এছাড়া এই
উপবর্গের প্রজাতিগুলোর জাবর কাটার
প্রক্রিয়া ছিল অসম্পূর্ণ। এই থাক থেকে কালক্রমে উট জাতীয় প্রাণীর উদ্ভব হয়েছিল।
পক্ষান্তরে
আর্টিয়োফাবুলা থাক থেকে উদ্ভব হয়েছিল সম্পূর্ণ জাবর কাটতে
পারে এমন প্রজাতিসমূহ।
৫.৫
থেকে ৩.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আর্টিয়োফাবুলা থাক দুটি ভাগে বিভাজিত হয়ে
গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
সূত্র: