প্যালেয়োজেন  অধিযুগ

Paleogene  Period
৬.৬-২.৩০৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
 

এটি সেনোজোয়িক (Cenozoic) যুগের প্রথম অধিযুগ। ৬ কোটি ৬০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই অধিযুগের সূচনা হয়েছিল। ২ কোটি ৩০ লক্ষ ৩০ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই অধিযুগ শেষ হয়েছে। এই অধিযুগকে তিনটি অন্তঃযুগে ভাগ করা হয়েছে। এই ভাগ তিনটি হলো

এই অধিযুগের শেষে শুরু হয়েছিল নিয়োজেন অধিযুগ
 

এই অধিযুগের শুরুর দিকে ৬ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্রাইমেটদের আদর্শরূপ বিকশিত হয়েছিল। ৬ কোটি ৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বর্গের প্রাণীরা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হয়ে উঠেছিল। বিজ্ঞানীরা এই ভাগ দুটিকে দুটি উপবর্গ হিসাবে চিহ্নিত করেছেন। এই উপবর্গ দুটি হলো

স্ট্রেপ্সির্‌হৃনি  (Strepsirrhin)
হ্যাপ্লোর্‌হৃনি (Haplorrhini)


সূত্র
http://en.wikipedia.org/wiki/Paleogene