ওলিগোসিন  অন্তঃযুগ

ইংরেজি Oligocene epoch
(৩.৩৯-২.৩০৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
 

এটি সেনোজোয়িক যুগের অন্তর্গত প্রথম প্যালেওজেন অধিযুগের তৃতীয় অন্তঃযুগ। ৩ কোটি ৪০ লক্ষ বৎসর আগে এই অন্তঃযুগের সূচনা হয়েছিল। ২ কোটি ৩০ লক্ষ বৎসর আগে এই অন্তঃযুগ শেষ হয়েছে। এই অন্তঃযুগকে দুটি আমলে ভাগ করা হয়েছে। এই ভাগ দুটি হলো


১.
রুপেলিয়ান আমল: ৩.৩৯-২.৭৮১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
২.
ছাট্টিয়ান আমল: ২.৭৮১-২.৩০৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ

 

এই অন্তঃযুগের শেষে, ২.৩০৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে শুরু হয়েছিল সেনোজোয়িক যুগের দ্বিতীয় অন্তঃযুগ নিয়োজেন অধিযুগ


সূত্র

https://notendur.hi.is/oi/quaternary_geology.htm
http://en.wikipedia.org/wiki/Paleocene