ছাট্টিয়ান আমল
Chattian Age
২.৭৮১-২.৩০৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ওলিগোসিন অন্তঃযুগের
দ্বিতীয় আমল। এর
পূর্বর্তী আমলের ছিল
রুপেলিয়ান
। ২ কোটি
৭৮ লক্ষ ১০ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই আমল শুরু হয়েছিল,
আর শেষ হয়েছিল ২ কোটি ৩০ লক্ষ ৩০ হাজার
খ্রিষ্টপূর্বাব্দে। ১৮৯৪ খ্রিষ্টাব্দে
জার্মানির ছাট্টি (Chatti
)
একটি প্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামানুসারে এই আমলের নামকরণ করেন অস্ট্রিয়ান বিজ্ঞানী
থিয়োডোর ফুস্স (Theodor Fuchs
)।
উল্লেখ্য এই নৃগোষ্ঠী বাস করতো জার্মানির ওয়েসার নদীর উজানে। বর্তমান জার্মানির
মধ্য-উত্তর হেস্সে এবং নিম্ন স্যাক্সোনের দক্ষিণাঞ্চলে।
এই আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোলোরাডো
রাজ্যের দক্ষিণ-পশ্চিমে ব্যাপক অগ্ন্যুৎপাত ঘটেছিল। এর ফলে ব্যাপক আগ্নেয় ভস্ম
ছড়িয়ে পড়েছিল। এর ফলে ফিস্ ক্যানিয়ান টাফে জমা হয়েছিল প্রায় ৫০০০ ঘন কিলোমিটার
আগ্নেয় ছাই।
৩.৩ থেকে ১.৫ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
অলুরোইডিয়া থাক থেকে ফেলোইডিয়া ঊর্ধ-গোত্রের আবির্ভাব হয়েছিল। এই
ঊর্ধ-গোত্র থেকে ২.৫ থেকে ১.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে তিনটি থাকে বিভাজিত হয়ে
যায়। এই থাক তিনটি হলো-