স্তন্যপায়ী
শ্রেণির মাংশাসী প্রাণীর গোত্র বিশেষ। ১৮১৭ খ্রিষ্টাব্দে এই থাকটির নামকরণ করেছিলেন Fischer von Waldheim।
৪.২ থেকে ৩.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ফেলিফোরমিয়া উপবর্গটি ২টি ভাগে বিভাজিত হয়ে
যায়। এই ভাগ দুটি হলো-
নিম্রাভিডগোত্র
ও অলুরোইডিয়াথাক।
উপবর্গ থেকে এই গোত্রের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। সাধারণভাবে
এই গোত্রে প্রজাতিসমূহকে বলা হয় বিড়াল পরিবার। ৩.৩ থেকে ১.৫ খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে অলুরোইডিয়াথাক থেকে
ফেলোইডিয়া
ঊর্ধ-গোত্রের আবির্ভাব হয়েছিল। এই ঊর্ধ-গোত্র থেকে ২.৫ থেকে ১.৬ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে তিনটি থাকে বিভাজিত হয়ে যায়। এই থাক তিনটি হলো-
ফেলিডি (আবির্ভাব
কাল ২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
প্রিয়োনোডোনটিডে(আবির্ভাব
কাল ২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
বার্বোরোফেলিডে
(আবির্ভাব
কাল ১.৬ কোটি থেকে ৯০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ)
ফেলিডি গোত্রটি বিবর্তিত
হয়ে ২.৩ থেকে ১.১৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ৪টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।
এগুলো হলো-
ম্যাক্যাইরোডোন্টিনায়ি: আবির্ভাবকাল ২.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই উপগোত্রের
সকল প্রজাতি ১১ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে বিলুপ্ত হয়ে গেছে।
প্রোয়াইলুরিনায়ি:
আবির্ভাবকাল ২.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই উপগোত্রের সকল প্রজাতি ২.৩ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে বিলুপ্ত হয়ে গেছে।
প্যান্থেরিনায়ি
উপগোত্র: আবির্ভাবকাল ১.১৫ কোটি থেকে ১.০৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ফেলিনি উপগোত্র:
আবির্ভাবকাল ১.১৫ কোটি থেকে ১.০৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।