স্তন্যপায়ী
শ্রেণির মাংশাসী প্রাণীর উপগোত্র বিশেষ। ১৮১৭ খ্রিষ্টাব্দে এই থাকটির নামকরণ করেছিলেন Fischer von Waldheim।
প্রায় ১.১৫ কোটি থেকে
১.০৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ফেলিডি
গোত্র থেকে এই উপগোত্রের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। সাধারণভাবে
এই উপগোত্রে প্রজাতিসমূহকে বলা হয় বিড়াল পরিবার হিসেবে উল্লেখ করা হয়। এই উপগোত্রের
উল্লেখযোগ্য প্রজাতিগুলো হলো- চিতা, কারাকাল, আফ্রিকান সোনালি বিড়াল, এশিয়ান
সোনালি বিড়াল,
গৃহপালিত বিড়াল, জাগুরান্ডি, সেরাভেল, পাম্পাস বিড়াল, লিঙ্কস, পাল্লাস বিড়াল,
মারব্লেড বিড়াল, লেপার্ড বিড়াল, পুমা ইত্যাদি।
এই উপগোত্রের গণগুলো হলো-
Leptailurus Severtzov, 1858
এই গণের প্রজাতির সাধারণ নাম
বিড়াল বা গৃহপালিত বিড়াল। প্রায়
৮৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এদের আবির্ভাব হয়েছিল
আফ্রিকা মহাদেশে।
Felis
Linnaeus, 1758
এই গণের প্রজাতির সাধারণ নাম
বিড়াল বা গৃহপালিত বিড়াল। প্রায়
৬২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এদের আবির্ভাব হয়েছিল।
Caracal
Gray, 1843
এই গণের প্রজাতির সাধারণ নাম
ক্যারাকাল। কিছু ক্যারাকালকে আফ্রিকান সোনালি বিড়াল
বলা হয়। প্রায়
৫৪ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এদের আবির্ভাব হয়েছিল।
Catopuma
Severtzov, 1858
এই গণের প্রজাতির সাধারণ নাম
ক্যাটোম্পুয়া। এই গণের ভিতরে রয়েছে এশিয়ান সোনালি
বিড়াল ও বোর্নিও বিড়াল। প্রায় ৫৩-৪৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এদের আবির্ভাব হয়েছিল।
Acinonyx
Brookes, 1828
এই গণের প্রজাতির রয়েছে নানা ধরনের চিতা। প্রায় ৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এদের আবির্ভাব হয়েছিল।
Puma
Jardine, 1834 এই গণের
উল্লেখযোগ্য প্রজাতি হলো-
Cougar (P. concolor)।
প্রায় ৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই গণের আবির্ভাব হয়েছিল।
Lynx
Kerr, 1792 এই গণের প্রজাতির রয়েছে নানা ধরনের লিনক্স।
প্রায় ৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই গণের আবির্ভাব হয়েছিল।
Herpailurus
Severtzov, 1858এই গণের প্রজাতির রয়েছে নানা ধরনের উত্তর-দক্ষিণ
আমেরিকার বনবিড়াল। সাধারণভাবে বলা হয় জাগুরান্ডি।
প্রায় ৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই গণের আবির্ভাব হয়েছিল।
Leopardus
Jardine, 1834প্রায় ২৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই গণের আবির্ভাব হয়েছিল।মধ্য ও দক্ষিণ আমেরিকার ছোট বনবিড়াল হিসেবে পরিচিত।