প্যান্থেরিনায়ি
Pantherinae

স্তন্যপায়ী শ্রেণির মাংশাসী প্রাণীর উপগোত্র বিশেষ। ১১৭ খ্রিষ্টাব্দে এই থাকটির নামকরণ করেছিলেন  Pocock

প্রায়
 ১.১৫ কোটি থেকে ১.০৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ফেলিডি গোত্র থেকে এই উপগোত্রের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এই উপবর্গের ভিতরে রয়েছে বাঘ, সিংহ, লেপার্ড, তুষার লেপার্ড, মেঘা লেপার্ড, জাগুয়ার, কালো প্যান্থার, সাদা প্যান্থার।

৯৫-৮৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই উপগোত্রের প্রজাতিসমূহ দুটি গণে বিভাজিত হয়ে গিয়েছিল। এই গণ দুটি হলো