প্যান্থেরা
Panthea

স্তন্যপায়ী শ্রেণির মাংশাসী প্রাণীর গণ বিশেষ। ১৮১৬ খ্রিষ্টাব্দে এই থাকটির নামকরণ করেছিলেন জার্মান বিজ্ঞানী   Lorenz Oken

৫৯.৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে ভিতরে প্যান্থেরিনায়ি উপগোত্র থেকে  এই গণের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এই উপবর্গের ভিতরে রয়েছে বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, জাগুয়ার, কালো প্যান্থার, সাদা প্যান্থার।

এই গণের আদি নিবাস ছিল মধ্য এশিয়ার উত্তরাঞ্চল।
Panthera blytheae-কে এই গণের প্রাচীনতম প্রজাতি হিসেবে ধরা হয়। ৫৯.৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এদের আবির্ভাব হয়েছিল এবং ৪১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। এদের করোটির গঠন ছিল অনেকটা তুষার চিতার মতো।

প্যান্থেরা গণ থেকে উদ্ভব প্রজাতিসমূহের কালানুক্রম: