প্রিয়াবোনিয়ান আমল
Priabonian Age
৩.৮-৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
 

ইয়োসিন অন্তঃযুগের চতুর্থ আমল। ৩ কোটি ৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই আমল শুরু হয় এবং শেষ হয় ৩ কোটি ৩৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে । ১৮৯৩ খ্রিষ্টাব্দে এই অন্তঃযুগের নামকরণ করেন Ernest Munier-Chalmas এবং Albert de Lapparent । এই অন্তযুগের শেষে শুরু হয়েছিল ওলিগোসিন অন্তঃযুগ

ধারণা করা হয়, এই আমলের শুরুর দিকে স্তন্যপায়ী প্রাণীর ক্যাটিরাইনি উপক্ষুদ্রবর্গটি  থেকে উদ্ভব হয়েছিল প্রোপিলেপিথেকোইডিয়া
(Propliopithecoidea) ঈজিপ্টোপিথেকাস নামক মিশরীয় বানরের উদ্ভব হয়েছিল। সম্ভবত এরা মিশর ও তৎসংলগ্ন অঞ্চলে এই আমলের শেষার্থে উদ্ভব হয়েছিল এবং মিয়োসিন অন্তঃযুগ (২ কোটি ৩০ লক্ষ ৩০ হাজার থেকে ৫৩ লক্ষ ৩৩ হাজার পূর্বাব্দ)) বিলুপ্ত হয়ে যায়। ১৯৬৫ খ্রিষ্টাব্দে এই সাইমন্স মিশরের ফায়য়ুম প্রদেশের জেবেল কাদ্রানি ভূ-সংগঠন অঞ্চলে এই প্রজাতিটির অস্থি আবিষ্কার করেন। ধারণা করা হয়, এই সময় মিশরে মরুভূমি ছিল না।  সেখানে প্রচুর গাছ ছিল এবং ভূমিও উর্বর ছিল।
 

এই আমলে স্তন্যপায়ী  শ্রেণির  প্রোবোস্‌সিডিয়া বর্গের মোয়েরিথেরিয়াম গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।


সূত্র

https://notendur.hi.is/
http://en.wikipedia.org/wiki/Eocene