ক্যালাব্রিয়ান আমল
Calabrian age
১৮.৬-৭.৮১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ
 

প্লেইস্টোসিন অন্তঃযুগের দ্বিতীয় আমল।  এই আমলের শুরু হয়েছিল পূর্ববর্তী গেলাসিয়ান আমল শেষে অর্থাৎ ১৮ লক্ষ ৬ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এবং শেষ হয়েছি ৭ লক্ষ ৮১ হাজার খ্রিষ্টপূর্বাব্দে

পূর্ববর্তী
গেলাসিয়ান আমল ২৫.৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে 'কোয়াটার্নারি বরফযুগ' শুরু হয়েছিল। প্রাথমিক পর্যায়ে এই বরফযুগের প্রভাবে উত্তর গোলার্ধের মেরু সংলগ্ন এলাকার জলস্থল বরফ ঢেকে গিয়েছিল। গেলাসিয়ান আমলের শেষভাগ অর্থাৎ খ্রিষ্টপূর্ব ১৮ লক্ষ ৬ হাজার অব্দের ভিতরে বরফের আগ্রাসন বিষুব অঞ্চল পর্যন্ত পৌঁছেছিল। এর ফলে এই সময়ে উত্তর মহাসাগর বিশাল বরফ-প্রান্তরে পরিণত হয়। পরবর্তী ক্যালাব্রিয়ান আমলের পুরো সময়টা বরফযুগের ভিতর দিয়ে অতিবাহিত হয়েছে। এই আমলের শেষে অর্থাৎ ৭ লক্ষ ৮১ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে শৈত-প্রবাহের সূত্রে এ্যান্টার্ক্টিকা মহাদেশে এবং গ্রিনল্যান্ডে পুরু বরফস্তরের সৃষ্টি হয়েছিল। উল্লেখ্য এখনো এই বরফস্তর বিদ্যমান আছে।

এই শীতল পরিবেশে ভূমধ্যসাগরীয় Mammuthus creticus ম্যামোথদের বিলুপ্তি ঘটেছিল।

এই আফ্রিকা মহাদেশের তান্জানিয়ার ওল্ডুভাই জর্জ (Olduvai Gorge) অঞ্চলে প্রবল প্রতাপে রাজত্ব করছিল হোমো হ্যাবিলিস
এই সময় হোমো গণের অপর প্রজাতি
হোমো ইরেক্টাসরা প্রায় ১৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে   আফ্রিকার বিভিন্ন  অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এদের একটি শাখা ইউরেশিয়ায় প্রবেশ করে। পরে এই শাখাটি বিভাজিত হয়ে একটি শাখা ইউরোপের ককেশাশ অঞ্চলে থেকে যায়। অবশিষ্ট অংশের একটি দল প্রথমে চীনে প্রবেশ করে। পরে এর একটি দল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপাঞ্চলে চলে যায়। বিশাল অঞ্চল জুড়ে এই প্রজাতিটি ছড়িয়ে পড়ার কারণে, বিভিন্ন স্থানে এই প্রজাতিটির বিবর্তিত হয়েছিল ভিন্ন ভিন্ন ধারায়। এসকল প্রজাতির জীবাশ্মগুলোকে বিভিন্ন সময়ে নানা ভাবে এবং নানা নামে চিহ্নিত করা হয়েছে। যেমন- জাভা মানব, সোলো মানব, পিকিং মানব ইত্যাদি।

হোমো ইরেক্টাসদের নিকট জ্ঞাতি হোমো এর্গাস্টাের আবির্ভাব হয়েছিল, আগের গেলাসিয়ান আমল শেষের দিকে। এরা কেনিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে স্বতন্ত্র ধারায় নিজেদের বসতি স্থাপন করেছিল। হোমো এর্গাস্টারা পাথুরে অস্ত্রপাতির উন্নতি করেছিল, নিজেদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে। এদের তৈরি করা হাতিয়ার আকার ছিল অনেকটা নাসপাতির মতো। বিজ্ঞানীরা এই বিশেষ বৈশিষ্ট্যর হাতিয়ারের নামকরণ করেছেন 'আশুলিয়ান হাতিয়ার বা আশুলিয়ান যন্ত্রপাতি। প্রায় ১৭.৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা এই সব যন্ত্রপাতি ব্যবহার করতো।

আদিতে এরা আফ্রিকার কেনিয়া অঞ্চলে বসবাস করতো। পরে এদের দু একটি দল- মিশর পেরিয়ে এশিয়া অঞ্চলে প্রবেশ করেছিল। পরে এদের একটি দল ভারতবর্ষে প্রবেশ করেছিল ১৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এবং এরা দক্ষিণ ভারতের মাদ্রাজ (আধুনিক নাম চেন্নাই) অঞ্চলে বসতি স্থাপন করেছিল। এদের দ্বারাই ভারতে নিম্ন প্রস্তরযুগের সূচনা হয়েছিল। এদের যন্ত্রপাতি ছিল আশুলিয়ান যন্ত্রপাতির মতোই। চেন্নাই শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আট্টিরামপক্কম নাম প্রত্নক্ষেত্রে আশুলিয়ান যন্ত্রপাতির সন্ধান পাওয়া গিয়েছিল ১‌৮৬৩ খ্রিষ্টাব্দে। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ রবার্ট ব্রুচ ফুট এই যন্ত্রপাতি উদ্ধার করেন। গবেষকদের মতে এই যন্ত্রপাতিগুলো প্রায় ১৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে হোমো ইরেক্টাস বা একট নিকট জ্ঞাতি হোমো এর্গাস্টাদের অভিবাসী দল। ধারণা করা হয় এই আমলের ১৪ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল

হোমো রুডোলফেনসিসদের আদিবাস ছিল কেনিয়ার উত্তরাঞ্চল। পরে এর তাঞ্জানিয়া এবং মালউই-এর উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই প্রজাতি প্রায় ১৪ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছে।

এছাড়া ১৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে পূর্ব ও দক্ষিণ আফ্রিকাতে আবিরর্ভূত হোমো গটেনজেনসিস হয়ে স্বতন্ত্র প্রজাতি হয়ে বিকশিত হয়েছিল। উল্লেখ্য, ৬ লক্ষ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।  

এই আমলে হোমো গণের নতুন প্রজাতি হিসেবে আবির্ভুত হয়েছিল হোমো জর্জিকাসহোমো এন্টেসেসর । এর ভিতরে ১৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে হোমো জর্জিকাস -এর আবির্ভাব হয়েছিল। আর ১৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে হোমো এন্টেসেসর -এর আবির্ভাব হয়েছিল স্পেনে।
সূত্র: