সোলো মানব
Homo erectus soloensis (Solo Man)

হোমো ইরেক্টাস প্রজাতির এ্কটি উপপ্রজাত। ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে আফ্রিকাতে আবির্ভুত হয়েছিল মূল ধারার হোমো ইরেক্টাস। খ্রিষ্টপূর্ব ১৭ লক্ষ অব্দের দিকে এর একটি অংশ চীন ঘুরে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পৌঁছায়।

১৯৩১ থেকে ১৯৩৩ খ্রিষ্টাব্দের ভিতরে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সোলো নদীর তীরে হোমো ইরেক্টাসদের আরও কিছু জীবাশ্ম পাওয়া গেছে। শুরুর দিকে এদেরকে হোমো ইরেক্টাস হিসেবে গণ্য করা হয় নি। পরে এই প্রজাতির অন্তর্ভুক্ত করা হলেও, দেখা গেছে প্রাচীন জাভা মানবদের চেয়ে এদের করোটির পরিমাপ ছিল বেশ বড়। উল্লেখ্য, প্রাচীন জাভা মানবদের মস্তিষ্কের পরিমাপ ছিল ৯০০ সিসি, পক্ষান্তরে সোলো নদীর তীরস্থ হোমো ইরেক্টাসদের মস্তিষ্কের পরিমাপ ছিল ১০১৩ সিসি। ফলে এরা জাভা মানবদের চেয়ে সাংস্কৃতিক বিকাশে অগ্রসর ছিল। এসকল বৈশিষ্ট্য বিচার করে বিজ্ঞানীরা একে হোমো ইরেক্টাসদের একটি উপপ্রজাতি হিসেবে ঘোষণা দেন। বর্তমানে এই উপপ্রজাতিটি Homo erectus soloensis নামে চিহ্নিত করেছেন। সোলো নদীর তীরে এদের পাওয়া গিয়েছিল বলে, এদেরকে সোলো মানব (Solo Man) নামেও অভিহিত করা হয়।

সোলো মানবদের জীবাশ্মের বয়স ধরা হয়েছে ৫,৫০,০০০ থেকে ১,০৮,০০০ খ্রিষ্টপূর্বাব্দ। উল্লেখ্য, এই সময়ের ভিতরে আধুনিক মানুষের (হোমো স্যাপিয়েন্স) উদ্ভব হয়েছিল।