পিকিং মানব
Homo erectus pekinensis (Peking Man)

হোমো ইরেক্টাস প্রজাতির এ্কটি উপপ্রজাত। ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে আফ্রিকাতে আবির্ভুত হয়েছিল মূল ধারার হোমো ইরেক্টাস। খ্রিষ্টপূর্ব ৭ লক্ষ খ্রিষ্টপূর্বাদের এদের বেশ কয়েকটি দল মধ্য এশিয়া পার হয়ে চীনে প্রবেশ করেছিল।

১৯২৩-২৭ খ্রিষ্টাব্দের ভিতরে চীনের রাজধানী বেইজিং (পূর্বনাম পিকিং)-এর নিকটবর্তী ঝোউকোউশিয়েন (Zhoukoudian) অঞ্চলে এই উপপ্রজাতির কিছু জীবাশ্মা পাওয়া যায়। উল্লেখ্য, ১৯২১ খ্রিষ্টপূর্বাব্দে ঝোউকোউশিয়েন অঞ্চলে একটি প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়। এই সূত্রে ১৯২৩-২৭ খ্রিষ্টাব্দের ভিতর অঞ্চলের চুনাপাথরের স্তরে এই প্রজাতির কিছু সদস্যের জীবাশ্ম আবিষ্কৃত হয়। এর ভিতরের ছিল চোয়াল, দাঁত, কিছু অস্থি, আর পাথুরে অস্ত্রপাতি।

 প্রাপ্ত জীবাশ্মগুলো যে আদিম নরগোষ্ঠীর, ১৯২৭ খ্রিষ্টাব্দে এ বিষয়ে প্রথম আলোকপাত করেছিলেন
Davidson Black । এই জীবাশ্মগুলো অত্যন্ত জরাজীর্ণ ছিল। পরে Franz Weidenreich এগুলোর সংস্কার করেন।
Homo erectus pekinensis

প্রথমে এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছিল- Sinanthropus pekinensis , পরে এর নামকরণ করা হয়েছে Homo erectus pekinensis । এই প্রজাতি সাধারণ নাম হলো পিকিং মানব। এরা আনুমানিক ৭,০,০০০ থেকে ,০,০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই অঞ্চলে বসবাস করতো।  

১৯৬৩ খ্রিষ্টাব্দে চীনের ইয়েহুতে এই প্রজাতির একটি চোয়ালের পূর্ণাঙ্গ জীবাশ্ম পাওয়া যায়। এর নাম Chenjiawo। এই জীবাশ্মের বয়স ধরা হয়েছে ৬.৫-৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ।