হোমো এন্টেসেসর

খ্রিষ্টপূর্বাব্দের দিকে আফ্রিকা স্পেন ও তৎসংলগ্ন অঞ্চলে আবির্ভূত হয়েছিল। লক্ষ বৎসর আগে এরা ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। ইউরোপে যে কয়েকটি মনুষ্য- প্রজাতি বসবাস করতো- হোমো এন্টেসেসর ছিল তার মধ্যে একটি। ধারণা করা হয় এরা ছিল
হোমো এর্গাস্টার এবং হোমো হাইডেলবার্গেনসিস -এর মধ্যবর্তী একটি প্রজাতি। কিন্তু Richard Klein-সহ আরও অনেক বিজ্ঞানী মনে করেন হোমো এর্গাস্টার থেকে বিবর্তিত হয়ে এই প্রজাতিটির উদ্ভব হয়েছিল। বৈশিষ্ট্যে বিচারে এরা হোমো হাইডেলবার্গেনসিস-এর কাছাকাছি ছিল। আবার অনেকে মনে করেন হোমো এন্টেসেসর আর হোমো হাইডেলবার্গেনসিস একই প্রজাতি

 

১৯৯৪-৯৫ সালে স্পেনের আটাপুয়ের্কাতে এর প্রায় ৮০টি জীবাশ্ম আবিষ্কৃত হয়। এটি আবিষ্কার করেন Eudald Carbonell, Juan Luis Arsuaga এবং J. M. Bermúdez de Castro । এই জীবাশ্মগুলির সাথে পাওয়া গেছে প্রায় ৩০০টি পশুর জীবাশ্ম ও বিভিন্ন ধরণের পাথুরে ২০০টি অস্ত্রপাতি। এই সব জীবাশ্ম গবেষণা করে এই প্রজাতি সম্পর্কে যে ধারণা পাওয়া গেছে, তাহলো

ধারণা করা হয়, এরা ভাষার ব্যবহার শিখেছিল। সম্ভবত ভাষার আদি স্তরে কিছু প্রতীকী ধ্বনির সাহায্যে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারতো।