|
হোমো এন্টেসেসর
প্রায়
১২
লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দের
দিকে আফ্রিকা স্পেন ও তৎসংলগ্ন অঞ্চলে আবির্ভূত হয়েছিল। ৮
লক্ষ বৎসর আগে এরা ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। ইউরোপে যে কয়েকটি মনুষ্য- প্রজাতি বসবাস
করতো- হোমো এন্টেসেসর ছিল তার মধ্যে একটি। ধারণা করা হয় এরা ছিল
হোমো এর্গাস্টার
এবং
হোমো হাইডেলবার্গেনসিস
-এর মধ্যবর্তী একটি প্রজাতি। কিন্তু Richard
Klein-সহ আরও অনেক বিজ্ঞানী মনে
করেন
হোমো এর্গাস্টার
থেকে বিবর্তিত হয়ে এই প্রজাতিটির উদ্ভব হয়েছিল। বৈশিষ্ট্যে বিচারে এরা
হোমো হাইডেলবার্গেনসিস-এর
কাছাকাছি ছিল। আবার অনেকে মনে করেন
হোমো এন্টেসেসর আর
হোমো হাইডেলবার্গেনসিস
একই প্রজাতি।
১৯৯৪-৯৫ সালে স্পেনের আটাপুয়ের্কাতে এর প্রায় ৮০টি জীবাশ্ম আবিষ্কৃত হয়। এটি আবিষ্কার করেন Eudald Carbonell, Juan Luis Arsuaga এবং J. M. Bermúdez de Castro । এই জীবাশ্মগুলির সাথে পাওয়া গেছে প্রায় ৩০০টি পশুর জীবাশ্ম ও বিভিন্ন ধরণের পাথুরে ২০০টি অস্ত্রপাতি। এই সব জীবাশ্ম গবেষণা করে এই প্রজাতি সম্পর্কে যে ধারণা পাওয়া গেছে, তাহলো‒
উচ্চতা ছিল প্রায় ১.৬-১.৮ মিটার (৫.৫-৬ ফুট)। পুরুষদের ওজন ছিল প্রায় ৯০ কেজি।
খুলির আকার ছিল মোটামুটি ১,০০০-১,১৫০ ঘন-সেন্টিমিটার। আধুনিক মানুষের চেয়ে এই মাপ ছিল অনেক কম। উল্লেখ্য আধুনিক মানুষের গড় মাথার খুলির মাপ ১৩৫০ ঘন-সেন্টিমিটার।
ধারণা করা হয়, এরা ভাষার ব্যবহার শিখেছিল। সম্ভবত ভাষার আদি স্তরে কিছু প্রতীকী ধ্বনির সাহায্যে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারতো।