কোয়াটার্নারি বরফ যুগ
Quaternary Ice Age

পৃথিবীর পঞ্চম এবং শেষ বরফযুগ। এই বরফ সংঘটিত হয়েছিল কোয়াটার্নারি অধিযুগ-এর প্রথম অন্তঃযুগ প্লেইস্টোসিন অন্তঃযুগে (২৫.৮ লক্ষ -১১ হাজার ৭ শত খ্রিষ্টপূর্বাব্দ)। কোয়াটার্নারি অধিযুগর নামে এই বরফযুগকে কোয়াটার্নারি বরফযুগ নামে অভিহিত করা হয়ে থাকে।

প্লেইস্টোসিন অন্তঃযুগের
শুরুতে অর্থাৎ ২৫.৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে, প্রাথমিক পর্যায়ে উত্তর গোলার্ধের মেরু সংলগ্ন এলাকার জলস্থল বরফ ঢেকে গিয়েছিল। এই অন্তঃযুগের গেলাসিয়ান আমলের শেষভাগ অর্থাৎ খ্রিষ্টপূর্ব ১৮ লক্ষ ৬ হাজার অব্দের ভিতরে বরফের আগ্রাসন বিষুব অঞ্চল পর্যন্ত পৌঁছেছিল। এর ফলে এই সময়ে উত্তর মহাসাগর বিশাল বরফ-প্রান্তরে পরিণত হয়। পরবর্তী ক্যালাব্রিয়ান আমলের শেষে অর্থাৎ ৭ লক্ষ ৮১ হাজার অব্দের  ভিতরে শৈত-প্রবাহের সূত্রে এ্যান্টার্ক্টিকা মহাদেশে এবং গ্রিনল্যান্ডে পুরু বরফস্তরের সৃষ্টি হয়েছিল। উল্লেখ্য এখনো এই বরফস্তর বিদ্যমান আছে। আয়োনিয়ান আমলে (৭.৮১- ১.২৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ) ইউরোপ, উত্তর আমেরিকা এবং সমগ্র সাইবেরিয়া অঞ্চলে ব্যাপক শৈত প্রবাহ বিদ্যমান ছিল। এই অবস্থাকে  কোয়াটার্নারি বরফযুগের প্রথম ধাপ হিসাবে বিবেচনা করা হয়।

এরপর পৃথিবীর তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছিল। এই সূত্রে সৃষ্টি হয়েছিল
পেনুল্টাইমেট হিমবাহ অধিযুগ (Penultimate Glacial Period)


সূত্র :
http://en.wikipedia.org