হোলোসিন অন্তঃযুগ
Holocene Epoch
১১,৭০০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত।
সেনোজোয়িক যুগের অন্তর্গত
কোয়াটার্নারি অধিযুগের
শেষ অন্তঃযুগ। আনুমানিক ১১ হাজার ৭শ খ্রিষ্টাব্দ থেকেবর্তমান সময় পর্যন্ত এই অন্তঃযুগের
সময়সীমা ধরা হয়।
গ্রিক oλος (holos,
সমগ্র)
এবং καινός(kainos,
নতুন)
অনুসারে এর বাংলা অর্থ দাঁড়ায় 'পুরোপুরি নতুন'। উল্লেখ্য,
১৮৮৩ খ্রিষ্টাব্দে স্কটল্যান্ডের ভূত্ত্ত্ববুদ চার্লস লায়েল এই নামটির প্রস্তাব
করেছিলেন। ১৮৬৭ খ্রিষ্টাব্দে হেলোসিন নামটি পুনরায় উত্থাপিত হয় ১৮৮৫ খ্রিষ্টাব্দে
ইটালির বোলোগনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ভূতাত্ত্বিক কংগ্রেসে এই নামটি আনুষ্ঠানিকভাবে
প্রস্তাব করা হয়।
পূর্ববর্তী
প্লেইস্টোসিন অন্তঃযুগ
ছিল পৃথিবীর শেষ বরফযুগ। এরপর পৃথিবীতে উষ্ণ হয়ে উঠেছিল ক্রমে ক্রমে। এই
উষ্ণতম সময়কেই হোলোসিন অন্তঃযুগ বলা হয়।
এই অন্তঃযুগে মহাদেশীয়
পৃথিবীর
পাত সঞ্চালনের গতি প্রতি ১০ হাজার বৎসরে প্রায় ১ কিলোমিটার।
এই অন্তঃযুগের শুরুতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফ গলে
গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৫ মিটার (১১৫ ফুট)
বৃদ্ধি পেয়েছিল। সমুদ্রপৃষ্ঠের এই উচ্চতা বৃদ্ধি এখনো অব্যাহত আছে।
এই অন্তঃযুগের ৯-৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে মেরু অঞ্চলের কাছে ৪ ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল।
তুলনামূলক এই অন্তঃযুগে জীবজগতের নতুন প্রাণীকুলের আবির্ভাব লক্ষ্য করা যায়
না। তবে ম্যামথ, মাস্টোডোম, সাবার-টুথ, দানব স্লথ জাতীয় বহু প্রাণী বিলুপ্ত হয়ে
গেছে।
পূর্ববর্তী
প্লেইস্টোসিন অন্তঃযুগের
শেষে
বর্তমান
আলজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের
সাহারা
মরুভূমিতে ১২০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে মানব বসতি গড়ে উঠেছিল। এরা এই
অঞ্চলের পার্বত্য এলাকায় নব্য প্রস্তর যুগের সূচনা করেছিল। এশিয়ার পশ্চিমাঞ্চলে
অবস্থিত পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের লেভান্ট অঞ্চলে বিকশিত হয়েছিল প্রাচীন সভ্যতা।
ধারণা করা হয়, ১২,০০০ থেকে ৯,৫৫০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই সভ্যতার প্রাথমিক
অধ্যায়ের বিকাশ ঘটেছিল। ১২০০০-৯৫০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে একদল মানুষ
প্যালেস্টাইন অঞ্চলে বসতি স্থাপন করেছিল। এই সময়ে এই অঞ্চলের দুটি বিশেষ বসতিকে
নাটুফিয়ান সভ্যতা (Natufian
culture) ও
জেরিকা সভ্যতা ( Jericho
civilization) নামে অভিহিত করা হয়।
স্কেন্ডেনেভিয়া অঞ্চলে প্রাচীন নোমাডিক জনগোষ্ঠী
নরওয়েতে বসতি স্থাপন করেছিল- খ্রিষ্ট-পূর্ব ৯৩০০ অব্দের দিকে।
এই বিকশিত উল্লেখযোগ্য সভ্যতাসমূহ
নাটুফিয়ান সভ্যতা (Natufian
culture): (
১২,০০০ থেকে ৯,৫৫০ খ্রিষ্টপূর্বাব্দ। প্যালেস্টাইন