আটলান্টিক আমল
Atlantic age
৭৫০০-৫০০০ খ্রিষ্টপূর্বাব্দ
হোলোসিন অন্তঃযুগের তৃতীয় আমল। এর শুরু হয়েছিল ৭৫০০ খ্রিষ্টপূর্বাব্দে এবং শেষ হয়েছিল
৫০০০
খ্রিষ্টপূর্বাব্দে। এই আমলের শেষে শুরু হয়েছিল
সাব-বোরিয়াল।
এই সময় আফ্রিকার
সাহারা
অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতো। এই প্রবল বৃষ্টিপাতের প্রক্রিয়া শুরু হয়েছিল পূর্বর্তী
বোরিয়াল আমলের ৮০০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে এবং ৬০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
বৃষ্টিপাতের আধিক্য কমতে থাকে। এবং ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সাহারা মরুভূমিতে
পরিণত হওয়া শুরু হয়ে গিয়েছিল। এর ফলে এই অঞ্চলে গাছপালার পরিমাণ কমতে শুরু করেছিল।
এর ফলে এই অঞ্চলে গাছপালার পরিমাণ কমতে শুরু
করেছিল। একই সাথে শিকারের জন্য পর্যাপ্ত পশু না পাওয়ায়
৬০০০ খ্রিষ্ট্পূর্বাব্দের দিকে এই অঞ্চলের মানুষ স্থান ত্যাগ
করে। ফলে ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই অঞ্চল
পুরোপুরি মরুভূমি হয়ে যাওয়ার, এই মানুষ স্থান ত্যাগ করেছিল।
পূর্বর্তী
বোরিয়াল আমল
৮০০০
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
সাহারা
অঞ্চলে বিকশিত হয়েছিল কিফিয়ান সংস্কৃতি
।
প্রথমাবস্থায় এই অঞ্চলে মরুকরণের প্রক্রিয়ার ব্যাপক
প্রভাব তখনো পড়েনি। ফলে এদের খাদ্য-সমস্যা ততটা প্রকট আকার ধারণ করেনি। তবে ৬০০০
খ্রিষ্টপূর্বাব্দের মরুকরণের প্রক্রিয়া প্রকট হয়ে উঠতে থাকে, মানুষ এই অম্চল ত্যাগ
করা শুরু করে এবং ধীরে ধীরে এই সভ্যতার পতন ঘটে।
আনাতোলিয়ার দক্ষিণাঞ্চলের যে নগরকেন্দ্রিক সভ্যতার উদ্ভব হয়েছিল, তার পতনও শুরু হয় এই সময়। এদের একটি বিশাল অংশ বলকান এবং ককেশাশ অঞ্চলে প্রবেশ করে। পরে এই সকল অঞ্চল অতিক্রম ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার দিকে চলে আসে। আনাতোলিয়ায় থেকে যাওয়া অবশিষ্ট জনগোষ্ঠী রাজ্য স্থাপন করে বসবাস করতে থাকে।
এই আমলের সভ্যতাসমূহ
-
কোমোর্নিকা সভ্যতা
(Komornica culture):
৭৫০০-৫৭০০
খ্রিষ্টপূর্বাব্দ।
-
কাতালহোয়ুক
(Çatalhöyük):
৭৫০০ -৫৭০০ খ্রিষ্টপূর্বাব্দ।
আনাতোলিয়া,
তুরস্ক
-
নার্ভা সভ্যতা
(Narva culture)
৫৩০০-১৭৫০ খ্রিষ্টপূর্বাব্দ। পূর্ব প্রশিয়া
সূত্র
https://notendur.hi.is/oi/quaternary_geology.htm
http://en.wikipedia.org/wiki/Holocene