আটলান্টিক আমল

Atlantic  age
৭৫০০-৫০০০ খ্রিষ্টপূর্বাব্দ

হোলোসিন অন্তঃযুগের তৃতীয় আমল। এর শুরু হয়েছিল ৭৫০০ খ্রিষ্টপূর্বাব্দে এবং শেষ হয়েছিল ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে। এই আমলের শেষে শুরু হয়েছিল সাব-বোরিয়াল

এই সময় আফ্রিকার সাহারা অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতো। এই প্রবল বৃষ্টিপাতের প্রক্রিয়া শুরু হয়েছিল পূর্বর্তী বোরিয়াল আমলের ৮০০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে এবং ৬০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বৃষ্টিপাতের আধিক্য কমতে থাকে। এবং ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সাহারা মরুভূমিতে পরিণত হওয়া শুরু হয়ে গিয়েছিল। এর ফলে এই অঞ্চলে গাছপালার পরিমাণ কমতে শুরু করেছিল।

 পূর্বর্তী বোরিয়াল আমলের ৮০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সাহারা সাহারা অঞ্চলে বিকশিত হয়েছিল  কিফিয়ান সংস্কৃতি এরা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বনজ ফলমূলের পাশাপাশি শিকার-কৃত পশুর উপর নির্ভরশীল হয়ে উঠেছিল। ধারণা করা হয় এরা খুব দক্ষ শিকারী ছিল।

এরা লম্বায় ৬ ফুটের বেশি ছিল। শিকারের জন্য এরা বড় বড় বর্শা ব্যবহার করতো। শিকারের পিছনে দ্রুত অনুসরণে যেমন দক্ষ ছিল তেমন শারীরীক শক্তিমত্তার সূত্রে বড় বড় প্রাণীকে হত্যা করতে পারতো।
৬০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বৃষ্টিপাতের আধিক্য কমতে থাকে এবং ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সাহারা মরুভূমিতে পরিণত হওয়া শুরু হয়ে গিয়েছিল। এর ফলে এই অঞ্চলে গাছপালার পরিমাণ কমতে শুরু করেছিল। একই সাথে শিকারের জন্য পর্যাপ্ত পশু না পাওয়ায় ৬০০০ খ্রিষ্ট্রাপূর্বাব্দের দিকে এই অঞ্চলের মানুষ স্থান ত্যাগ করে। ফলে ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই অঞ্চল পুরোপুরি মরুভূমি হয়ে যাওয়ার, এই মানুষ স্থান ত্যাগ করেছিল।
 

সূত্র
https://notendur.hi.is/oi/quaternary_geology.htm
http://en.wikipedia.org/wiki/Holocene