কিফিয়ান সংস্কৃতি
Kiffian culture

আফ্রিকা মহাদেশের বর্তমান নাইজার নামক রাষ্ট্রের সাহারা মরু-অঞ্চলে গড়ে ওঠা প্রাচীন সংস্কৃতি। বোরিয়াল আমলের ৮০০০ খ্রিষ্টপূর্ব্রাদের দিকে এই সংস্কৃতির বিকাশ ঘটেছিল। আর আটলান্টিক আমলের ৬০০০ খ্রিষ্ট্রাপূর্বাব্দ পর্যন্ত এই সংস্কৃতি টিকে ছিল।

 উল্লেখ্য,
কোয়াটার্নারি বরফ যুগের শেষের দিকে, আনুমানিক ১৫,০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করে। এর ফলে এই সময় আফ্রিকার সাহারা অঞ্চলে ধীরে ধীরে বৃষ্টিপাতের আধিক্য শুরু। ৮০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয় এবং এই আমলের শেষ সময় পর্যন্ত তা অব্যাহত ছিল। ফলে বর্তমান সাহারা একটি বিশাল অরণ্যাঞ্চলে পরিণত হয়েছিল। এই সময় এই অঞ্চলে আদিম মানবগোষ্ঠীর একটি দল এই অঞ্চলে বসতি স্থাপন করে। এই অঞ্চলে ব্যাপক বনায়নের ফলে প্রচুর উদ্ভিদভোজীর প্রাণীর আধিক্য ঘটে। সেই সাথে মাংশাসী প্রাণীরও আধিক্য ঘটেছিল এই অঞ্চলে। ফলে এই অঞ্চলের আদিবাসীরা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বনজ ফলমূলের পাশাপাশি শিকার-কৃত পশুর উপর নির্ভরশীল হয়ে উঠেছিল। ধারণা করা হয় এরা খুব দক্ষ শিকারী ছিল।

এরা লম্বায় ৬ ফুটের বেশি ছিল। শিকারের জন্য এরা বড় বড় বর্শা ব্যবহার করতো। শিকারের পিছনে দ্রুত অনুসরণে যেমন দক্ষ ছিল তেমন শারীরীক শক্তিমত্তার সূত্রে বড় বড় প্রাণীকে হত্যা করতে পারতো।

সূত্র: