বোরিয়াল আমল

Boreal age
,০০০-৭৫০০  খ্রিষ্টপূর্বাব্দ

হোলোসিন অন্তঃযুগের দ্বিতীয় আমল। এর শুরু হয়েছিল ৯০০০ খ্রিষ্টপূর্বাব্দে এবং শেষ হয়েছিল ৭৫০০ খ্রিষ্টপূর্বাব্দে। এই আমলের শেষে শুরু হয়েছিল আটলান্টিক আমল

কোয়াটার্নারি বরফ যুগের শেষের দিকে, আনুমানিক ১৫,০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করে।  ৮০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে আফ্রিকার সাহারা-সহ এই অঞ্চলে ধীরে ধীরে বৃষ্টিপাতের আধিক্য শুরু এবং এই আমলের শেষ সময় পর্যন্ত তা অব্যাহত ছিল। ফলে বর্তমান সাহারা একটি বিশাল অরণ্যাঞ্চলে পরিণত হয়েছিল। এই অঞ্চলে ব্যাপক বনায়নের ফলে প্রচুর উদ্ভিদভোজীর প্রাণীর আধিক্য ঘটে। সেই সাথে মাংশাসী প্রাণীরও আধিক্য ঘটেছিল এই অঞ্চলে।

এই সময় এরা মানুষ কাদামটি দিয়ে ইট তৈরি করা শিখেছিল। এই ইট এরা বাড়ির দেয়াল তৈরির কাজে ব্যবহার করতো। তবে মাটির পাত্র তৈরি করার কৌশল তখনও এরা আয়ত্ত করতে পারে নি। এরা নিম্ন পর্যায়ের কৃষিকাজ শুরু করেছিল। কৃষির পাশাপাশি এরা বন্য প্রাণী শিকার করতো। এরা মৃতব্যক্তিদের কবর দিত। এর জন্য তাদের কোনো পৃথক কবরস্থান ছিল না। এরা সাধারণ বাসগৃহের ভূমির গভীরে মৃতদেহ কবর দিত।

আগের
প্রিবোরিয়াল আমলের শেষের  দিকে তুরস্কের আনাতোলিয়া দক্ষিণাঞ্চলে অঞ্চলে জনবসতি গড়ে উঠেছিল। এই সময় ইউরেশিয়া অঞ্চলের মানুষ কাদামটি দিয়ে ইট তৈরি করা শিখেছিল। এই ইট এরা বাড়ির দেয়াল তৈরির কাজে ব্যবহার করতো। তবে মাটির পাত্র তৈরি করার কৌশল তখনও এরা আয়ত্ত করতে পারে নি। এরা নিম্ন পর্যায়ের কৃষিকাজ শুরু করেছিল। কৃষির পাশাপাশি এরা বন্য প্রাণী শিকার করতো। এরা মৃতব্যক্তিদের কবর দিত। এর জন্য তাদের কোনো পৃথক কবরস্থান ছিল না। এরা সাধারণ বাসগৃহের ভূমির গভীরে মৃতদেহ কবর দিত। আনাতোলিয়ার দক্ষিণাঞ্চলে এই আদিবাসীদের তিনটি কৃষিভিত্তিক নগরী গড়ে উঠেছিল। এগুলো হলো-

আফ্রিকা মহাদেশের বর্তমান নাইজার নামক রাষ্ট্রের সাহারা মরু-অঞ্চলে গড়ে ওঠা প্রাচীন সংস্কৃতি। বোরিয়াল আমলের ৮০০০ খ্রিষ্টপূর্ব্রাদের দিকে কিফিয়ান সংস্কৃতি বিকাশ ঘটেছিল। আর আটলান্টিক আমলের ৬০০০ খ্রিষ্ট্রাপূর্বাব্দ পর্যন্ত এই সংস্কৃতি টিকে ছিল। এরা কৃষিকাজে পারদরশী ছিল। এই অঞ্চলের মানুষের উচ্চতা ছিল ৬ ফুটের বেশি ছিল।

কৃষির পাশাপাশি এরা গৃহপালিত শুকর লালন পালন করতো। শিকারের জন্য এরা বড় বড় বর্শা ব্যবহার করতো। শিকারের পিছনে দ্রুত অনুসরণে যেমন দক্ষ ছিল তেমন শারীরীক শক্তিমত্তার সূত্রে বড় বড় প্রাণীকে হত্যা করতে পারতো।

এই সময়ের ভাষা
আনাতোলিয়ান উপপ্রমেয় (
Anatolian hypothesis) মতে খ্রিষ্টপূর্ব ৯৮০০-৭০০০ বৎসর আগে আনাতোলিয়ার নব্য প্রস্তরযুগের সূচনা হয়েছিল। এই সময় এই অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলতো, সেই ভাষাই ছিল প্রাগ-ইন্দো-ইউরোপিয়ান ভাষা। তবে আনাতোলিয়ান উপপ্রমেয়ের সমালোচনা করে কোনো কোনো ভাষা বিজ্ঞানী এই অভিমত দিয়েছেন যে, আনাতোলিয়াতে  প্রাগ-ইন্দো-ইউরোপিয়ান ভাষা'র মানুষ বাস করতো আদি ব্রোঞ্জযুগ পর্যন্ত। এই বিচারে অনুমান করা যায় যে- খ্রিষ্টপূর্ব ৬৫০০ বৎসর পর্যন্ত প্রাগ্‌-ইন্দো-ইউরোপিয়ান ভাষার আদি মানবগোষ্ঠী আনাতোলিয়াতে বসবাস করত


সূত্র: