ক্যায়ওনু
Çayönü

তুরস্কের আনাতোলিয়া'র দক্ষিণাঞ্চলের প্রাচীন বসতি। প্রায় ৮৬০০ থেকে ৬৮০০ খ্রিষ্টাপূর্বাব্দের ভিতরে এই বসতি গড়ে উঠেছিল। এই অঞ্চলটি বর্তমান তুরস্কের দিয়ার্বাকির নগরীর ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিম টাউরুস পর্বতমালার পাদদেশে অবস্থিত। এর নিকটবর্তী নদী হলো-
টাইগ্রিস (দজলা) নদীর উপনদী বোগাজকায়।

এই সময় ইউরেশিয়া অঞ্চলের মানুষ কাদামটি দিয়ে ইট তৈরি করা শিখেছিল। এই ইট এরা বাড়ির দেয়াল তৈরির কাজে ব্যবহার করতো। তবে মাটির পাত্র তৈরি করার কৌশল তখনও এরা আয়ত্ত করতে পারে নি। এরা নিম্ন পর্যায়ের কৃষিকাজ শুরু করেছিল। কৃষির পাশাপাশি এরা বন্য প্রাণী শিকার করতো। এরা মৃতব্যক্তিদের কবর দিত। এর জন্য তাদের কোনো পৃথক কবরস্থান ছিল না। এরা সাধারণ বাসগৃহের ভূমির গভীরে মৃতদেহ কবর দিত।

সম্ভবত এই অঞ্চলের মানুষ প্রথম বন্য শুকরকে গৃহপালিত শুকরে পরিণত করেছিল। এরা আদিম এম্মার গমের চাষ করতো।

সূত্র: