টাইগ্রিস
দক্ষিণ-পশ্চিম এশিয়া একটি নদী

আরবি  دجلة‎‎  (দজলা)। প্রাচীন গ্রিক শব্দ  Tigris (Τίγρις) থেকে ইংরেজি ভাষায় শব্দটি   গৃহীত হয়েছে।

এই নদীটি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত পূর্ব আনাতোলিয়ার এলাজিগ শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের, তাউরাস পর্বতমালার হাজার
(Hazar) হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। উৎপত্তি স্থল থেকে ৪০০ কিলোমিটার তুরস্কের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। এরপর ৪৪ কিলোমিটার সিরিয়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ইরাকে প্রবেশ করেছে। ইরাকে ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীটি বেশ কয়েকটি শাখা নদীতে বিভক্ত হয়েছে। এই নদীর মূল শ্রোতধারা এবং শাখা নদীগুলো ইরাকের ইউফ্রেটিস নদীর সাথে মিলিত হয়েছে। উভয় নদীর মিলিত শ্রোতধারাটি শাতিল-আরব নামে পরিচিত লাভ করেছে। এই নদীটি ১৭০ কিলোমিটার প্রবাহিত হয়ে পারশ্য সাগরে পতিত হয়েছে।

এই নদীদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ ঘটেছিল।