ইউফ্রেটিস
আরবি
الفرات
(ফোরাত)।
দক্ষিণ-পশ্চিম
এশিয়ার একটি
নদী।
এই নদীটি তুরস্ক
থেকে উৎপন্ন হয়ে সিরিয়া এবং ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছ।
ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীটি
টাইগ্রিস
(দজলা) নদীর সাথে মিলিত হয়েছে। উভয় নদীর মিলিত শ্রোতধারাটি শাতিল-আরব নামে
পরিচিত লাভ করেছে। পরে এই নদীটি পারশ্য সাগরে পতিত হয়েছে।
উল্লেখ্য ইউফ্রেটিস ও
টাইগ্রিস নদীদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে প্রাচীন
মেসোপটেমিয়া
সভ্যতার বিকাশ ঘটেছিল।