নেভালি কোরি
Nevalı Çori
তুরস্কের
আনাতোলিয়া'র
দক্ষিণাঞ্চলের প্রাচীন বসতি। প্রায়
৮৪০০ থেকে ৮১০০ খ্রিষ্টাপূর্বাব্দের ভিতরে
এই বসতি গড়ে উঠেছিল। এই অঞ্চলটি
বর্তমান তুরস্কের সানলিউর্ফা প্রদেশে অবস্থিত। এই বসতিকে বৃহত্তর প্রাচীন
মেসোপটেমিয়া'র
অংশ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে এই অঞ্চলটি কিছু প্রাচীন মন্দির ও ভাস্কর্যের
জন্য বিশেষভাবে আলোচিত হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৯০ মিটার উঁচুতে টাউরুস
পর্বতমালার পাদদেশে
ইউফ্রেটিস
(ফোরাত) নদীর উপনদী কান্তারা'র তীরে এই বসতি গড়ে উঠেছিল।
এই সময় ইউরেশিয়া অঞ্চলের মানুষ কাদামটি দিয়ে ইট তৈরি করা শিখেছিল। এই ইট এরা বাড়ির
দেয়াল তৈরির কাজে ব্যবহার করতো। তবে মাটির পাত্র তৈরি করার কৌশল তখনও এরা আয়ত্ত করতে
পারে নি। এরা নিম্ন পর্যায়ের কৃষিকাজ শুরু করেছিল। কৃষির পাশাপাশি এরা বন্য প্রাণী
শিকার করতো। এরা মৃতব্যক্তিদের কবর দিত। এর জন্য তাদের কোনো পৃথক কবরস্থান ছিল না।
এরা সাধারণ বাসগৃহের ভূমির গভীরে মৃতদেহ কবর দিত।
সূত্র: