প্রিবোরিয়াল আমল
Preboreal age
১১,৭০০-৯০০০ খ্রিষ্টপূর্বাব্দ

হোলোসিন অন্তঃযুগের প্রথম আমল। এর শুরু হয়েছিল ১১,৭০০ খ্রিষ্টপূর্বাব্দে এবং শেষ হয়েছিল ৯০০০ খ্রিষ্টপূর্বাব্দে। এই আমলের শেষে শুরু হয়েছিল বোরিয়াল আমল

প্রায় ২.৮৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে হাতির পূর্ব-প্রাণিকুল হিসেবে এলিফ্যান্টিমোর্ফা থাকের প্রাণীকুল থেকে মামুটিডা থাকের প্রাণিকুল পৃথক হয়ে গিয়েছিল। এই আমলে এই বিশেষ থাকের প্রজাতিগুলো এই বিলুপ্ত হয়ে গিয়েছে। এই সময় বর্তমান তুরস্কের আনাতোলিয়া তথা এশিয়া মাইনরে জনবসতি গড়ে উঠা শুরু হয়। এই অঞ্চলের গোবেক্লি টেপে (
Göbekli Tepe)-তে পাওয়া গেছে পৃথিবীর প্রাচীন সমাধিফলক। এই ফলকগুলো তৈরি করেছিল পাথুরে যুগের শিকারীর জনগোষ্ঠী। এ সকল ফলকের গায়ে পাওয়া গেছে নানা ধরনের জীবজন্তুর ছবি। ধারণা করা হয়, এই সমাধিফলকগুলো তৈরি হয়েছিল প্রায় ৯০০০ অব্দের দিকে। এখানে প্রাপ্ত জীবাশ্ম অনুসরণে ধারণা করা যায় যে, এরা বন্য পশুকে হয়েছিল গৃহপালিত পশুতে পরিণত করতে সক্ষম হয়েছিল।। সেই সময়ে এরা প্রয়োজনীয় উদ্ভিদের চাষ এবং পরিচর্যার প্রাথমিক জ্ঞান অর্জন করেছিল।

পরবর্তী
বোরিয়াল আমল (৯,০০০-৭৫০০ খ্রিষ্টপূর্বাব্দ) এদের দ্বারা সূচিত হয়েছিল এই অঞ্চলের নগর সভ্যতা।
 

সূত্র