সাব-বোরিয়াল আমল

Subboreal age
৫,০০০-২,৫০০ খ্রিষ্টপূর্বাব্দ

হোলোসিন অন্তঃযুগের চতুর্থ আমল। এর শুরু হয়েছিল ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে এবং শেষ হয়েছিল ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দে। এই আমলের শেষে শুরু হয়েছিল সাব-আটলান্টিক আমল

খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দের দিকে ধীরে ধীরে  সাহারা অঞ্চল শুষ্ক হয়ে উঠতে থাকে। খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দের দিকে পৃথিবীর অক্ষের সামান্য বিচ্যুতি ঘটে। এর ফলে সাহারা বনাঞ্চল দ্রুত হ্রাস পেতে থাকে এবং ক্রমান্বয়ে এই অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়। এই সময় থেকে মানুষ অন্যান্য  জীবজন্তু ধীরে ধীরে এই অঞ্চল ত্যাগ করে।

 

সূত্র
https://notendur.hi.is/oi/quaternary_geology.htm
http://en.wikipedia.org/wiki/Holocene