সাব-বোরিয়াল আমল

Subboreal age
৫,০০০-২,৫০০ খ্রিষ্টপূর্বাব্দ

হোলোসিন অন্তঃযুগের চতুর্থ আমল। এর শুরু হয়েছিল ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে এবং শেষ হয়েছিল ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দে। এই আমলের শেষে শুরু হয়েছিল সাব-আটলান্টিক আমল

খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দের দিকে ধীরে ধীরে  সাহারা অঞ্চল শুষ্ক হয়ে উঠতে থাকে। পূর্বর্তী বোরিয়াল আমলের ৮০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সাহারা অঞ্চলে বিকশিত হয়েছিল  কিফিয়ান সংস্কৃতি। প্রথমাবস্থায় এই অঞ্চলে মরুকরণের প্রক্রিয়ার ব্যাপক প্রভাব তখনো পড়েনি। ফলে এদের খাদ্য-সমস্যা ততটা প্রকট আকার ধারণ করেনি। তবে ৬০০০ খ্রিষ্টপূর্বাব্দের মরুকরণের প্রক্রিয়া প্রকট হয়ে উঠতে থাকে, মানুষ এই অম্চল ত্যাগ করা শুরু করে এবং ধীরে ধীরে এই সভ্যতার পতন ঘটে।

আনাতোলিয়ার দক্ষিণাঞ্চলের যে নগরকেন্দ্রিক সভ্যতার উদ্ভব হয়েছিল, তার পতনও শুরু হয় এই সময়। এদের একটি বিশাল অংশ বলকান এবং ককেশাশ অঞ্চলে প্রবেশ করে। পরে এই সকল অঞ্চল অতিক্রম ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার দিকে চলে আসে। আনাতোলিয়ায় থেকে যাওয়া অবশিষ্ট জনগোষ্ঠী রাজ্য স্থাপন করে বসবাস করতে থাকে।

খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দের দিকে পৃথিবীর অক্ষের সামান্য বিচ্যুতি ঘটে। এর ফলে সাহারা বনাঞ্চল দ্রুত হ্রাস পেতে থাকে এবং ক্রমান্বয়ে এই অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়। এই সময়ে পুনরায় মানুষ অন্যান্য  জীবজন্তু ধীরে ধীরে এই অঞ্চল ত্যাগ করে।
 

সূত্র
https://notendur.hi.is/oi/quaternary_geology.htm
http://en.wikipedia.org/wiki/Holocene