পাত সঞ্চালন (পৃথিবী)
Plate tectonics

পৃথিবীর অশ্মমণ্ডল সঞ্চালনের বিশাল টুকরোর সঞ্চালনকে পাত সঞ্চালন বলা হয়। পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত এই মণ্ডলটি প্রায় ১০০-২৫০ কিলোমিটার পুরু। ভূত্বকের বিশাল অংশ জুড়ে রয়েছে মাটি। পৃথিবীর উপরের মাটি বা এই জাতীয় স্তর এবং এর নিচের কঠিন শিলা দ্বারা গঠিত ভিত্তির উপরিভাগ একত্রে অশ্মমণ্ডল বলা হয়। তারপরেও এই মণ্ডলের উপরে একটি পাতলা স্তরকে ভূত্বক হিসাবে বিবেচনা করা হয়।

অশ্মমণ্ডলের নিচে রয়েছে অত্যন্ত নমনীয় চটচটে পদার্থ সমৃদ্ধ এ্যাস্থোনোস্ফিয়ার (
asthenosphere) । এই অঞ্চলের উপর অশ্মমণ্ডলের কঠিন শিলা স্তর ভাসমান অবস্থায় রয়েছে। পৃথিবীর ঘূর্ণনের জন্য অশ্মমণ্ডল চলমান দশায় রয়েছে। বিশাল এই পাথরে স্তরটি বিভাজিত হয়ে বড় বড় খণ্ড তৈরি করেছে। এই খণ্ডগুলোকে বলা হয় পাত ( Plate) ।। এই খণ্ডগুলো বৎসরে ১০-৪০ মিলিমিটার গতিতে অগ্রসর হয়। তবে একই গতিতে সকল পাত সঞ্চালিত হয় না। ফলে এই পাতগুলো কখনো কখনো পরস্পরের সাথে ঠোকাঠুকি করে, আর এর ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। কখনো কখনো দুটি পাতের আলগা অংশ থেকে বেরিয়ে আসে ভূ-অভ্যন্তরের গলিত অংশ লাভা হয়ে। তৈরি হয় পাহাড় কিম্বা নিচু ভূমি। পাতগুলোর সংঘাতকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। ভাগগুলো হলো-
১. সঞ্চারণ (Transform সংঘাত : এই জাতীয় সংঘাতে ভূত্বকে তেমন ব্যাপক কোনো পরিবর্তন ঘটে না। এই সংঘাতে পাহাড়, সাগর ইত্যাদির মতো কোনো উপকরণ তৈরি হয় না বা ধ্বংসও হয় না। মূলত ধাক্কাধাক্কি করে দুটোপাত নিজ নিজ অবস্থান ঠিক করে নেয়। ভিড়ের ভিতরে যেমটা ঠেলাঠলি করে লোকে জায়গা করে নেয়। তবে এর ফলে ভূকম্পনের সৃষ্টি হয়।
২. অভিসারী
(Divergent ) সংঘাত: যখন দুইটি পাত পরস্পরকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয়, তখন একটি পাত অন্য পাতের উপর উঠে যায়। এর ফলে নিচের পাতের প্রান্তীয় অংশ নিচের ম্যাগমা স্তরে ডুবে যায়। কিন্তুর ম্যাগমার প্রবল চাপ উপরের পাতকে আরো উত্থিত করে। এই প্রক্রিয়া নতুন পাহাড় তৈরি হয়। ইন্দো-অস্ট্রেলীয় পাতের সাথে ইউরেশীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় পাত এবং মারিয়ান পাতের অভিসারী চলনে সৃষ্টি হয়েছে, পৃথিবীর গভীরতম খাদ মারিয়ানা ভূখাদ।
৩. অপসরণশীল
(Convergent ) সংঘাত:  এই প্রক্রিয়া দুটি পাতের সংঘর্ষ হলে, পাত দুটো পরস্পর থেকে দুরে সরে যায়। এর ফলে দুটি পাতের ভিতরে বড় ধরনে ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গা পূরণ করে, নিচের গলিত ম্যাগমা। অনেক সময় ম্যাগমার প্রবল চাপে ওই ফাঁকা জায়গায় আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। আগ্নেয় পরবতের উপরভাগ জমে গিয়ে একসময় অগ্ন্যুৎপাত বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে ভূমিকম্প তৈরি হয়। এছাড়া সাগর তলে এই ধরনের ঘটনায় সুনামির সৃষ্টি হয়।
অশ্মমণ্ডল মোট ৭টি প্রধান প্রধান বিভক্ত। এগুলো হলো এই প্রধান ছাড়ও ক্ষুদ্রাকারে কয়েকটি গুরুত্বপূর্ণ পাত রয়েছে। যেমন-