আলজেরিয়া
ইংরেজি  Algeria>বাংলা আলজেরিয়া
ঊর্ধ্বক্রমবাচকতা  { | দেশ | প্রশাসনিক জেলা | জেলা | ভূস্থান  | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

আফ্রিকা মহাদেশের উত্তর-পশ্চিম অংশের একটি স্বাধীন দেশ। রাষ্ট্রীয় নাম  Democratic and Popular Republic of Algeria । দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। রাজধানীর নাম আলজিয়ার্স।

 

আয়তন:য়তনের বিচারে এই দেশটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ (প্রথম সুদান)। মোট আয়তন ২,৩৮১,৭৪১ বর্গকিমি (৯১৯,৫৯৫ বর্গমাইল)। এর ৯-১০ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। এই কারণে আলজেরিয়ার অধিকাংশ মানুষ উত্তরাঞ্চলের ভূমধ্যসাগরের উপকূলের কাছে বাস করে।

ভাষা ও
জাতি সত্তা: আলজেরিয়ার বেশির ভাগ লোক আরব, বার্বার কিংবা এই দুইয়ের মিশ্রণ। বার্বারেরা প্রথম উত্তর-পশ্চিম আফ্রিকায় বসতি স্থাপন করে। খ্রিষ্টীয় ৭ম শতকের শেষভাগে আরব মুসলিমেরা উত্তর আফ্রিকা জয় করে এবং ইসলাম ও আরবি ভাষার প্রচলন করে। সংখ্যালঘু বার্বারেরা ইসলাম গ্রহণ করলেও নিজ ভাষা ও রীতিনীতি বিসর্জন দেয় নি।

স্বাধীনতা লাভ: আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। ১৯৬২ খ্রিষ্টাব্দের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে।


ধর্ম:
দেশটির অধিকাংশ মানুষ  সুন্নি মুসলমান।