আলজেরিয়া
Algeria


আফ্রিকা মহাদেশের উত্তর-পশ্চিম অংশের একটি স্বাধীন দেশ। রাষ্ট্রীয় নাম  Democratic and Popular Republic of Algeria । দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। রাজধানীর নাম আলজিয়ার্স।

 

আয়তন:য়তনের বিচারে এই দেশটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ (প্রথম সুদান)। মোট আয়তন ২,৩৮১,৭৪১ বর্গকিমি (৯১৯,৫৯৫ বর্গমাইল)। এর ৯-১০ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। এই কারণে আলজেরিয়ার অধিকাংশ মানুষ উত্তরাঞ্চলের ভূমধ্যসাগরের উপকূলের কাছে বাস করে।

ভাষা ও
জাতি সত্তা:

কোয়াটার্নারি বরফ যুগের শেষের দিকে, আনুমানিক ১৫,০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করে। এর ফলে হিমবাহ অধিযুগ শেষ হয়ে যায়।  এই সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার দক্ষিণাংশ থেকে ধীরে ধীরে বরফ অপসারিত হওয়া শুরু হয়েছিল। এর ব্যাপক প্রভাব পড়েছিল বর্তমান সাহারা মরুভূমি অঞ্চলে। ক্রমাগত তাপমাত্রা হ্রাস পাওয়ার সূত্রে এই অঞ্চল ধীরে ধীরে গ্রীষ্মপ্রধান অঞ্চলে পরিণত হতে থাকে।

প্রস্তর-খোদিত ঘুমন্ত এন্টিলোপ

১২০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ব্যাপক বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলের মাটি উর্বতা লাভ করেছিল। এই সূত্রে এই অঞ্চলে সৃষ্টি হয়েছিল বৃহৎ অরণ্য। ফলে এই অঞ্চল তৃণভোজী প্রাণীর বিচরণক্ষেত্রে পরিণত হয়েছিল। এদের ভিতরে উল্লেখযোগ্য প্রাণী ছিল এন্টিলোপ ও গবাদি পশু। আবার তৃণভোজীদের সূত্রে এই অঞ্চলের জলভূমিগুলো কুমিরে ভরে গিয়েছিল। সেই সাথে ডাঙ্গায় ছিল সিংহ, হায়না জাতীয় মাংশাসী প্রাণীকূল।

১০,০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই অঞ্চল মনুষ্য ঘনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছিল। এদের হাতে সৃষ্টি হয়েছিল প্রাগৈতিহাসিক প্রস্তর-শিল্পকর্ম।

 নৃত্যরত মানুষ

১৯৩০ খ্রিষ্টাব্দের দিকে তাসিলি ন'আজের পার্বত্য এলাকা থেকে প্রায় ১৫০০ শিল্পকর্মের নমুনা পাওয়া গেছে। এর ভিতরে রয়েছে প্রস্তর-খোদিত চিত্র এবং পাথরে উপরে অঙ্কিত চিত্র। এছাড়া পাথরের তৈরি যন্ত্রপাতি পাওয়া গেছে এই অঞ্চলে।

প্রস্তর চিত্রে পাওয়া যায়, এন্টিলোপ, জিরাফ, উট, কুকুর, গবাদি পশু, নানা ধরনের মনুষ্য চিত্র, শিকারের দৃশ্য, পৌরাণিক প্রাণীর ছবি ইত্যাদি। মনুষ্য ছবিগুলোতে দেখা যায় নৃত্যরত মানুষ। অর্থাৎ এই সময় সঙ্গীতের উদ্ভব হয়েছিল। এছাড়া কিছু ছবিতে দেখা যায় পোশাক পরিহিত মানুষ। নারীরা অলঙ্কার পরতো এবং নারী-পুরুষ উভয়ই সাজসজ্জায় অভ্যস্থ ছিল। কিছু কিছু চিত্র থেকে স্পষ্টই বুঝা যায় যে, এরা পশু পালন করতো এবং ঘোড়ায় চড়া শিখেছিল।

খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দের দিকে ধীরে ধীরে সাহারা অঞ্চল শুষ্ক হয়ে উঠতে থাকে। খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দের দিকে পৃথিবীর অক্ষের সামান্য বিচ্যুতি ঘটে। এর ফলে সাহারা বনাঞ্চল দ্রুত হ্রাস পেতে থাকে এবং ক্রমান্বয়ে এই অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়। এই সময় থেকে মানুষ অন্যান্য  জীবজন্তু ধীরে ধীরে এই অঞ্চল ত্যাগ করে।

বর্তমান আলজেরিয়ার বেশির ভাগ লোক আরব, বার্বার কিংবা এই দুইয়ের মিশ্রণ। বার্বারেরা প্রথম উত্তর-পশ্চিম আফ্রিকায় বসতি স্থাপন করে। খ্রিষ্টীয় ৭ম শতকের শেষভাগে আরব মুসলিমেরা উত্তর আফ্রিকা জয় করে এবং ইসলাম ও আরবি ভাষার প্রচলন করে। সংখ্যালঘু বার্বারেরা ইসলাম গ্রহণ করলেও নিজ ভাষা ও রীতিনীতি বিসর্জন দেয় নি।

স্বাধীনতা লাভ: আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। ১৯৬২ খ্রিষ্টাব্দের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে।


ধর্ম:
দেশটির অধিকাংশ মানুষ  সুন্নি মুসলমান।