কোয়াটার্নারি অধিযুগ

Quaternary Period
২৫.৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত
 

এটি সেনোজোয়িক যুগের শেষ অধিযুগ। ২৫ লক্ষ ৮০ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই অধিযুগের সূচনা হয়েছিল। বর্তমান সময় পর্যন্ত এই অধিযুগ চলছে। এই অধিযুগকে দুটি অন্তঃযুগে ভাগ করা হয়। ভাগ দুটি হলো -
    প্লেইস্টোসিন অন্তঃযুগ: ২৫.৮০ লক্ষ- ১১ হাজার ৭ শত
খ্রিষ্টপূর্বাব্দ
    হোলোসিন অন্তঃযুগ: ১১ হাজার ৭ শত 
খ্রিষ্টপূর্বাব্দ থেকে বর্তমান অব্দি

মূলত পৃথিবীর উষ্ণতার বিচারে এই ভাগ করা হয়েছে। এর প্রথম অন্তঃযুগ
প্লেইস্টোসিন মূলত বরফযুগ হিসাবেই বিবেচনা করা হয়। এই বরফযুগের শেষে উষ্ণতা বৃদ্ধি পায় এবং এখন পর্যন্ত সেই উষ্ণ পৃথিবীই বিরাজ করছে। সময়ের বিচারে উভয় অন্তঃযুগের বিচারে প্লেইস্টোসিন অন্তঃযুগ বেশ দীর্ঘ।

 


সূত্র