হোমো
গণের প্রজাতি। প্রায় ১৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে পূর্ব ও দক্ষিণ আফ্রিকাতে আবিরর্ভূত হয়েছিল এবং ৬
লক্ষ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
২০১০ খ্রিষ্টাব্দে
Dr Darren Curnoe
-এর নামককরণ করেন হোমো গটেনজেনসিস। বর্তমানে হোমো গণের আদি প্রজাতি হিসাবে
হোমো গটেনজেনসিস-কে
স্বীকৃতি দেন। উল্লেখ্য এই জীবাশ্মটি দক্ষিণ
আফ্রিকার জোহানসবার্গের নিকটবর্তী স্টের্কফন্টেইন গুহায় পাওয়া গিয়েছিল। এটি ছিল
মাথার খুলির অংশবিশেষ।
এছাড়া
ছিল কিছু চোয়ালের টুকরো, দাঁত এবং কিছু অস্থি।
উদ্ভিদজাত খাদ্য খাওয়ার
উপযোগী বেশ বড় বড় দাঁত ছিল। আধুনিক মানুষের চেয়ে এদের খুলি ছিল বেশ ছোট।
ধারণা করা হয়- এরা হাতিয়ার হিসাবে পাথর ব্যবহার করতে পারতো এবং আগুন ব্যবহার করতে
শিখেছিল। এদের দৈর্ঘ্য ছিল ৩ ফুট এবং ওজন ছিল ১১০ পাউন্ড (৫০ কিলোগ্রাম)। এরা মাটিতে দুই
পায়ে হাঁটতো, তবে অধিকাংশ সময় এরা গাছে বসবাস করতো।