হোমো আটল্যান্‌থ্রোপাস
 
হোমো গণের প্রজাতি বিশেষ। এটি হোমো গণের একটি প্রজাতি। ১৯৫৪-৫৫ খ্রিষ্টাব্দের দিকে আফ্রিকার মৌরতানিয়া অঞ্চলে এর জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে।

ধারণা করা হয়, এই প্রজাতির বিকাশ ঘটেছিল ১২ লক্ষ বৎসর পূর্বে। এদের উচ্চতা ছিল ১.৭-১.৮ মিটার এবং ওজন ছিল ৬০ কেজি। এদের মস্তিস্কের পরিমাণ ছিল ১০০০-১১০০
ঘন-সেন্টিমিটার। কাল্পনিক নগরী আটলান্টা'র নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এর প্রচলিত নাম আটালান্টা মানব (Atlantos Man)

বিজ্ঞানীরা মনে করেন যে, হোমো ইরেক্টাসদের উত্তরসূরীদের থেকে প্রথম উদ্ভূত হয়েছিল হোমো হোমো আটল্যান্‌থ্রোপাসদের।

আলজেরিয়ার মাস্কারার ২০ কিলোমিটার পূর্বদিকে প্রত্নতাত্ত্বিক খননের ফলে হোমো ইরেক্টাস-সহ নানা
প্রজাতির জীবাশ্ম পাওয়া গিয়েছিল। ঊনবিংশ শতাব্দীতে এই অঞ্চলে খনিজ বালির জন্য খননের ফলে এ সকল জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এর ফলে প্রত্নতাত্ত্বিক গবেষকদল এই অঞ্চলের জীবাশ্মের প্রতি আকৃষ্ট হয় এবং ক্রমাগত খননকার্য চালিয়ে যেতে থাকে। ১৯৫৪-৫৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে পাওয়া গিয়েছিল কিছু মানব-চোয়ালে অস্থি। কিন্তু সে সময়ে সংঘটি বন্যার কারণে এই খননকাজ বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই অঞ্চলের ভূস্তরের জরিপ অনেকটাই সম্পন্ন করতে পেরেছিলেন।

১৯৫৪-৫৫ খ্রিষ্টাব্দে প্রথম ভারি চোয়ালের অস্থি পাওয়া গিয়েছিল। প্রাপ্ত চোয়ালের দাঁতগুলো ছিল মানুষের চেয়ে অনেক বড়। তবে এদের চিবুক সুষ্পষ্ট ছিল না। এরপর পাওয়া গিয়েছিল আরও কিছু চোয়ালের জীবাশ্ম। প্রথম দিকে এই জীবাশ্ম অনুসরণে এদের নামকরণ করা হয়েছিল
Atlanthropus mauritanicus । আলজেরিয়া, জাভা ও চীন প্রাপ্ত জীবাশ্মের সাথে বিবেচনা করে, ধারণা করা হয়েছিল যে, এরা ছিল হোমো ইরেক্টাসদের স্বজাতি। পরে আরও পরীক্ষা করে, এদেরকে ফেলা হয়েছিল হোমো ইরেক্টাসহোমো স্যাপিয়েন্স -এর মধ্যবর্তী একটি প্রজাতি।