Kingdom: Animalia |
আর্কিয়োপ্টেরিক্স
ইংরেজি
: Archaeopteryx
বৈজ্ঞানিক নাম
:
Archaeopteryx lithographica
Meyer, 1861
।
Archaeoceratopsidae
গোত্রের অধীনস্থ
ডাইনোসরের
একটি গণের নাম।
এই নামের অর্থ হলো―
প্রাচীন পাখা
(ancient wing=Gr. arkhaios
"ancient" + Gr. pteryx "wing, feather")।
১৮৬১ খ্রিষ্টাব্দে জার্মান বিজ্ঞানী হারমেন ভন মেয়ার (Hermann
von Meyer) এর নামকরণ করেন। এই গণের
A. lithographica
নামক এই প্রজাতিটি ১৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে (জুরাসিক
অধিযুগ)
জার্মা অঞ্চলে বসবাস করতো। ১৪ কোটি ৮৫ লক্ষ বৎসর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল।
এরা ছিল পক্ষীসদৃশ মাংসাশী ডাইনোসর। ১৮৬০ খ্রিষ্টাব্দে
ব্যাভেরিয়ান (জার্মানী) লাইমস্টোন খনিতে এর প্রথম জীবাশ্ম পাওয়া যায়।
এরা মূলত পতঙ্গ ও ছোট ছোট টিকটিকি আহার করতো। এদের মুখমণ্ডল
পাখির মতো ছিল, কিন্তু মুখবিবরে সুতীক্ষ্ণ দাঁত ছিল। এদের পিছনের পা ছিল পাখির
মতো। সামনের দুটি হাতে ছিল তিনটি আঙ্গুল এবং বাহু জুড়ে ছিল পাখির মতো পালক।
কিন্তু এরা উড়তে পারতো কিনা এ নিয়ে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন যে―
এরা প্রকৃত অর্থে উড়তে পারতো না, তবে পাখায় ভর করে কিছুটা লাফিয়ে উঠতে পারতো।
এদের পাখার দৈর্ঘ্য ছিল ১.৫ ফুট (.৫ মিটার) এবং শরীরের দৈর্ঘ্য ছিল (লেজসহ) ১ ফুট
(৩০ সেমি) এবং ওজন ছিল ১১-১৮ অাউন্স (৩০০-৫০০ গ্রাম)।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/