Kingdom:
Animalia |
এ্যামোসোরাস
ইংরেজি : Ammosaurus ।
বৈজ্ঞানিক নাম—
Ammosaurus solus,
Marsh, 1889।
এর অপর নাম
Anchisaurus major।
ইংরেজি :
Ammosaurus ।
বৈজ্ঞানিক নাম—
Ammosaurus solus,
Marsh, 1889।
এর অপর নাম
Anchisaurus major।
এই নামের অর্থ হলো― বালুকাময় ভূমির টিকটিকি (sandy-ground lizard=Gr. ammos "sand" + Gr. sauros "lizard")। ১৮৯১ সালে মার্শ (Marsh) এর গণের নামকরণ করেন।
এরা ছিল উদ্ভিদভোজী। ১৯ কোটি ৮০ লক্ষ বৎসর থেকে ১৮ কোটি ৭০ লক্ষ বৎসর পূর্বকালে (জুরাসিক অধিযুগ) আদি উত্তর আমেরিকা অঞ্চলে এরা বসবাস করতো। এদের জীবাশ্ম পাওয়া গেছে কানাডা ও উত্তর আমেরিকার বেশ কিছু অঞ্চলে।
এদের দৈর্ঘ্য ছিল ১৪ ফুট (৪ মিটার) এবং ওজন ছিল ২৯০ কেজি। এদের গলা ও লেজ ছিল লম্বা, মাথা ছিল ছোট। এরা ছিল চতুষ্পদী। এর ভিতর সামনের পা অপেক্ষা পিছনের পা বড় ছিল। প্রয়োজনে এরা দুই পায়ে বা চার পায়ে হাঁটতে পারতো।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/