Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
clade: Dinosauria
clade: Sauropodomorpha
clade: Plateosauria
clade: Massopoda
Family: Massospondylidae
Genus: Massospondylus

ম্যাসোস্পোন্ডিলাস
ইংরেজি :
Massospondylus
বৈজ্ঞানিক নাম
Acrocanthosaurus atokensis

Massospondylus গণের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ- দীর্ঘ মেরুদণ্ডী (longer vartebrae=Gr. masson "longer, somewhat long" [comparative of makros "long")দীর্ঘ ও মজবুত মেরুদণ্ডের কারণে এর এই নামকরণ করা হয়েছে। ১৮৫৪ সালে এর নামকরণ করেন রিচার্ড ওয়েন (Richard Owen)।

এরা ছিল প্রধানত উদ্ভিদভোজী
তবে পতঙ্গ, ছোট ছোট প্রাণীও আহার করতো। ২০ কোটি ৫০ লক্ষ বৎসর  থেকে ১৯ কোটি ৪০ লক্ষ বৎসর পূর্বকালে (
জুরাসিক অধিযুগ) এরা আদি আফ্রিকা  ও উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো। এদের জীবাশ্ম পাওয়া গেছে আফ্রিকার নামিবিয়া, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা-তে। অন্যদিকে উত্তর আমেরিকার আরিজোনা অঞ্চলেও এদের জীবাশ্ম পাওয়া গিয়েছে।

এদের দৈর্ঘ্য ছিল ১৩-১৮.৫ ফুট (৪-৫.৭ মিটার)
, উচ্চতা ছিল ৬ ফুট (১.মিটার) ও ওজন ছিল ১.৫ টন।

এই গণের দুটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। প্রজাতি দুটি হলো
M. carinatus Owen, 1854
M. kaalae Barrett, 2009
 

এই গণের ডাইনোসরগুলোকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে চিহ্নিত করেছেন। বেশকিছু প্রজাতিগত নাম -ম্যাসোস্পোন্ডিলাস-এর সমনাম হিসাবে বিবেচনা করা হয়। যেমন


Aetonyx Broom, 1911
Aristosaurus Hoepen, 1920
Dromicosaurus Hoepen, 1920
Gyposaurus Broom, 1911
Hortalotarsus Seeley, 1894
Ignavusaurus Knoll, 2010
Leptospondylus Owen, 1895
Pachyspondylus Owen, 1854


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Acrocanthosaurus