Kingdom:
Animalia Phylum: Chordata Class: Reptilia Family: Guaibasauridae Genus: Agnosphitys |
এ্যাগ্নোস্ফাইটিস
ইংরেজি : Agnosphitys
বৈজ্ঞানিক নাম :
Agnosphitys cromhallensis
এই নামের অর্থ হলো- অজ্ঞাত উৎপন্ন,
প্রকৃতি
বা রূপ (unknown begetter=Gr.
agnos "unknown" + Gr. phitys "begetter, nature, form")।
২০০২ সালে এর নামকরণ করেন- ফ্রেসার (Fraser),
প্যাডিয়ান (Padian),
ওয়াকডেন
(Walkden
এবং ডেভিস (Davis)।
ট্রায়াসিক
অধিযুগের
শেষার্ধে এরা ইউরোপীয় অঞ্চলে বসবাস করতো।
এর জীবাশ্ম পাওয়া যায় ইংল্যান্ডের
Cromhall Quarry of Avon
খনিতে।
এরা ছিল অত্যন্ত ছোট আকারের মাংসাশী।
এদের দৈর্ঘ্য ছিল প্রায় ৭০ সেন্টিমিটার (২৮ ইঞ্চি)।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://www.dinochecker.com/dinosaurs/AGNOSPHITYS
http://www.enchantedlearning.com/subjects/dinosaurs/glossary/indexa2.shtml