এ্যাগ্রোসোরাস
ইংরেজি : Agrosaurus
বৈজ্ঞানিক নাম :
Agrosaurus macgillvrayi
এর অর্থ হলো- বন্য/গ্রাম্য দেশি টিকটিকি
(wild/rural country/rural land lizard =Gr.
agro- "rural, wild" (from agros "open country, rural land")
বা
শিকারী টিকটিকি (hunting
lizard=hunting" (from agra "hunting") +lizard))।
১৮৯১ সালে সিলি (Seeley)
এর নামকরণ করেন।
এরা ছিল উদ্ভিদভোজী।
২২ কোটি ৫০ লক্ষ বৎসর থেকে ২১ কোটি ৩০ লক্ষ বৎসর পূর্বকালে (ট্রায়াসিক
অধিযুগ)
এরা অস্ট্রেলিয়া ও ইউরোপ অঞ্চলে বসবাস করতো।
এর প্রথম জীবাশ্ম পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়।
পরে ব্রিটেনের ওয়েলস অঞ্চলে এর কিছু জীবাশ্ম পাওয়া গেছে।
এদের দৈর্ঘ্য ছিল ৬.৫ ফুট (২.৩ মিটার),
ওজন ছিল
প্রায় ১৮-৩০ পাউন্ড।
এদের ছিল দীর্ঘ লেজ।
এরা ছিল দ্বিপদী।
পিছনের পা অপেক্ষা সামনের হাত দুটি ছিল বেশ ছোট।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://www.dinochecker.com/dinosaurs/AGNOSPHITYS
http://www.enchantedlearning.com/subjects/dinosaurs/glossary/indexa2.shtml