সাইবেরিয়ান ক্র্যাটন
Sibarian Craton

একটি ক্র্যাটন বিশেষ। ২৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই ক্র্যাটনের উদ্ভব হয়। এর
অপর নাম আঙ্গারল্যান্ড। সংক্ষেপে আঙ্গারা। বর্তমান এই মধ্য সাইবেরিয়ান উপত্যাকা এই ক্র্যাটনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।  ১৮৮০ খ্রিষ্টাব্দের দিকে অস্ট্রিয়ান বিজ্ঞানী এডওয়ার্ড সুয়েস প্যালোজোয়িক যুগ (৫৪.১-২৫.১৯০২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) পৃথিবীর উত্তর গোলার্ধে দুটি বৃহৎ মহাদেশের উদ্ভব হওয়ার কথা বলেন। তাঁর মতে এই দুটি মহাদেশ হলো- আটলান্টাস এবং আঙ্গারাল্যান্ড। 

প্রাথমিক পর্যায়ে কানাডিয়ান ঢাল-ভূখণ্ড এবং সাইবেরিয়ান ক্র্যাটন মিলে তৈরি হয়েছিল সাইবেরিয়ান ঢাল-ভূখণ্ড। এরপর ২৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এর সাথে গ্রিনল্যান্ড অঞ্চল যুক্ত হয়ে আর্ক্টিকা মহাদেশ তৈরি হয়েছিল।

১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে লাউরেনশিয়া এবং বাল্টিকা যুক্ত হয়। পরে এর সাথে যুক্ত হয় সাইবেরিয়া ক্র্যাটন।

১১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আগে নেনা, উর এবং  সাইবেরিয়া ক্র্যাটন যুক্ত হয়ে রোডিনা মহা-মহাদেশের সৃষ্টি হয়েছিল।

৭৫ কোটি পূর্বাব্দে রোডিনা ভাঙন শুরু হয়। প্রায় ৬৩ কোটি ৫০ লক্ষ বৎসর রোডিনা মহা-মহাদেশ টুকরোয় বিভাজিত হয়ে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই তিনটি ভাগ প্রোটো লাউরাসিয়া (Proto-Laurasia), প্রোটো-গণ্ডোওয়ানা (Proto-Gondwana) এবং ক্ষুদ্রাকার কঙ্গো ক্রেটন। প্রোটো লাউরাসিয়া দক্ষিণ মেরুর দিকে ঘুরে যায়। পক্ষান্তরে এর উল্টোদিকে ঘুরে প্রোটো-গণ্ডোওয়ানা। এই সময় সাইবেরিয়া প্রোটো লাউরাসিয়ার অংশ ছিল।

৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সৃষ্টি হয়েছিল প্যান্নোশিয়া মহা-মহাদেশ। এই সময় হয় সাইবেরিয়ান ক্র্যাটন এই মহা-মহাদেশের অংশ ছিল।

৫৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্যান্নোশিয়া মহা-মহাদেশ এবং প্রোটো লাউরাসিয়ার বিভাজন প্রক্রিয়া শুরু হয়।
 

৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দে প্যান্নোশিয়া মহা-মহাদেশের বিভাজিত সাইবেরিয়ান ক্র্যাটন, পূর্ব ইউরোপীয় ক্র্যাটনের পূর্বাংশের সাথে ধাক্কা লাগে। এর ফলে উরাল পর্বতমালার উদ্ভব ঘটে।

৫০ কোটি ৪০ লক্ষ বৎসর আগে প্যান্নোশিয়া মহা-মহাদেশ এবং প্রোটো লাউরাসিয়া থেকে উদ্ভব হয় চারটি প্রধান মহা-মহাদেশ। এই মহাদেশগুলো হলো লাউরেনশিয়া (Laurentia), বাল্টিকা (Baltica), সাইবেরিয়া (Siberia) এবং গণ্ডোওয়ানা (Gondwana)।

কার্বোনিফেরাস অধিযুগ (৩৫.৮৯-২৯.৮৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) সাইবেরিয়ান ক্র্যাটন, ক্ষুদ্র-মহাদেশ কাজাখ্‌স্তানিয়ার সাথে যুক্ত হয়ে যায়। ৩০ কোটি খ্রিষ্টাব্দের দিকে সবগুলো মহাদেশ পরস্পরের সাথে মিলিত হয়ে প্যাঙ্গিয়া মহা-মহাদেশ-এর সূচনা করে। পার্মিয়ান অধিযুগের শেষে (২৫.১-২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) সাইবেরিয়ান ক্র্যাটনের সাথে বাল্টিকা মহাদেশের সংঘর্ষ হয়। এই সময় ব্যাসালাস্টিক লাভার দ্বারা সাইবেরিয়ার বিশাল অংশ প্লাবিত হয়। এই ঘটনার সূত্রে সাইবেরিয়ান ট্র্যাপ তথা বিশাল আগ্নেয় প্রস্তরের উপত্যাকার উদ্ভব হয়। উল্লেখ্য এই উভয় মহাদেশে প্যাঙ্গিয়া মহা-মহাদেশের অন্তর্ভুক্ত হয়ে যায়।

জুরাসিক অধিযুগ (২০.১৩-১৪.৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) প্যাঙ্গিয়া মহা-মহাদেশ বিভাজিত হয়ে গেলে, সাইবেরিয়ান ক্র্যাটন লাউরেশিয়া অংশে থেকে যায়।

ক্রেটাসিয়াস অধিযুগ (১৪.৫৪-৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) সাইবেরিয়া লাউরেশিয়া থেকে পৃথক হয়ে যায় এবং বর্তমান ইউরেশিয়ার অংশ হয়ে যায়। বিজ্ঞানীদের ধারণা ২৫ কোটি বৎসর পরে সাইবেরিয়া বিষুবাংশের দিকে চলে আসবে এবং সেকালের প্যাঙ্গিয়া আল্টিমা নামক মহা-মহাদেশের অংশ হয়ে যাবে।