পূর্ব ইউরোপিয়ান ক্র্যাটন
East European Craton।
একটি ক্র্যাটন বিশেষ।
বাল্টিক
প্রাক্-পাতের ভিত্তি হিসেবে এই ক্র্যাটনকে বিবেচনা করা হয়।
৩৮২ -৩৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ইয়ো-আর্কিয়ান
যুগে সৃষ্টি হয়েছিল বৃহত্তর রাশিয়া ইউক্রেইন ঢাল-ভূখণ্ড
(Ukrainian
Shield)
এবং ভোরোনেঝ মাসিফ (Voronezh
Massif ) অঞ্চল।
উল্লেখ্য, সম্মিলিতভাবে
ইউক্রেইনিয়ান ঢাল-ভূখণ্ডের দৈর্ঘ্য ১০০০ কিলোমিটার এবং প্রস্থ ২৫০ কিলোমিটার।
পক্ষান্তরে
ভোরোনেঝ মাসিফ দৈর্ঘ্য ৮০০ কিলোমিটার এবং প্রস্থে ৩০০-৪০০ কিলোমিটার। ৩৮০ কোটি
পূর্বাব্দে ইউক্রেইন ঢাল-ভূখণ্ড এবং
ভোরোনেঝ মাসিফ সংযুক্ত
হলে,
পূর্ব ইউরোপীয় ক্র্যাটনের
সূচনা হয়।
বর্তমানে এই ক্র্যাটনটিকে তিনটি ভূত্বকীয় অঞ্চলের সমন্বয়ে গঠিত বলে বিবেচনা করা হয়। এই তিনটি অঞ্চল হলো-
উত্তর-পশ্চিমাঞ্চলের ফেন্নোস্ক্যান্ডিয়া (Fennoscandia): ১৯৯৮ খ্রিষ্টাব্দে ফিনল্যাণ্ডের বিজ্ঞানী এর নামকরণ করেন। তিনি ল্যাটিন Fennia (Finland) এবং Scandia (Scandinavia) নিয়ে এই নামটি গ্রহণ করেছিলেন। এই অঞ্চলের ভিতরে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান উপসাগর, ফিনল্যান্ড, কারেলিয়া এবং কোলা পেনিনসুলা। এছাড়া ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেন এই অঞ্চলের ভিতরে ধরা হয়। আর্কিয়ান অঞ্চলে এই অঞ্চলে ভিত্তি ভূমি তৈরি হয়েছিল, পরে ফেন্নোস্ক্যান্ডিয়ান পাত হিসেবে গড়ে উঠে এবং পূর্ব ইউরোপীয় ক্র্যাটনের অংশ হয়ে যায়।
পূর্বাঞ্চলে ভোলগো-উরালিয়া (Volgo-Uralia): পূর্ব ইউরোপিয়ান ক্র্যাটনের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সারমাটিয়া অঞ্চলের সীমান্ত থেকে দক্ষিণ পশ্চিম পাকেল্মা অলাকোগান পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চল গড়ে উঠেছে আর্কিয়ান কালের পাললিক শিলা দিয়ে।
সারমাটায় ক্র্যাটন (Sarmatia Craton): পূর্ব ইউরোপিয়ান ক্র্যাটনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ক্র্যাটন বিশেষ। এই ক্র্যাটনের ৩৭০ থেকে ২৮০ কোটি বৎসরের পুরানো পাথর পাওয়া যায়। এই কারণে একে আর্কিয়ান আমলের ক্র্যাটন হিসেবে বিবেচনা করা হয়।
প্যালোজোয়িক যুগের ৫৪-২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্র্যাটনেরর পূর্বাংশের সাথে সাথে সাইবেরিয়ান ক্র্যাটনের সংঘাত হয় এবং এর ফলে উরাল পর্বতমালার উদ্ভব ঘটে।