পূর্ব ইউরোপিয়ান ক্র্যাটন
East European Craton
একটি ক্র্যাটন বিশেষ।

বাল্টিক প্রাক্-পাতের ভিত্তি হিসেবে এই ক্র্যাটনকে বিবেচনা করা হয়।
৩৮২ -৩৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ইয়ো-আর্কিয়ান যুগসৃষ্টি হয়েছিল বৃহত্তর রাশিয়া ইউক্রেইন ঢাল-ভূখণ্ড (Ukrainian Shield) এবং ভোরোনেঝ মাসিফ (Voronezh Massif ) অঞ্চল। উল্লেখ্য, সম্মিলিতভাবে ইউক্রেইনিয়ান ঢাল-ভূখণ্ডের দৈর্ঘ্য ১০০০ কিলোমিটার এবং প্রস্থ ২৫০ কিলোমিটার। পক্ষান্তরে ভোরোনেঝ মাসিফ দৈর্ঘ্য ৮০০ কিলোমিটার এবং প্রস্থে ৩০০-৪০০ কিলোমিটার। ৩৮০ কোটি পূর্বাব্দে ইউক্রেইন ঢাল-ভূখণ্ড এবং ভোরোনেঝ মাসিফ সংযুক্ত হলে, পূর্ব ইউরোপীয় ক্র্যাটনের সূচনা হয়।

 

বর্তমানে এই ক্র্যাটনটিকে তিনটি ভূত্বকীয় অঞ্চলের সমন্বয়ে গঠিত বলে বিবেচনা করা হয়। এই তিনটি অঞ্চল হলো-

প্যালোজোয়িক যুগের ৫৪-২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্র্যাটনেরর পূর্বাংশের সাথে সাথে সাইবেরিয়ান ক্র্যাটনের সংঘাত হয় এবং এর ফলে উরাল পর্বতমালার উদ্ভব ঘটে।