ওরোসিরিয়ান অধিযুগ
(
Orosirian period)
২০০.-১৮০ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দ
প্যালেপ্রোটারোজোয়িক যুগ-এর তৃতীয় অধিযুগ।

মহাকাশ থেকে তোলা ভ্রেডেফোর্ট খাতের নাসা'র ছবি

গ্রিক oroseira এর অর্থ হলোপার্বত্য অঞ্চল। এই অর্থানুসারে এই অধিযুগের নামকরণ করা হয়েছে। এই অধিযুগের শুরুতে একটি বড় আকারের গ্রহাণু পৃথিবীতে আঘাত হেনেছিল। এর ফলে পৃথিবীর গায়ে বিরাট ক্ষত সৃষ্টি হয়েছিল। বর্তমান দক্ষিণ আফ্রিকায় এর চিহ্ন পাওয়া যায়। এই ক্ষতটির নাম ভ্রেডেফোর্ট (Vredefort) খাত।

গ্রহাণুর আঘাতের ফলে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। এর ফলে বায়ুমণ্ডল অস্বাভাবিক রকমের উত্তপ্ত হয়ে উঠেছিল। ২১০ কোটি খ্রিষ্টাব্দে হুরোনিয়ান বরফযুগ -এর সমাপ্তির পর শীতলতা যাও ছিল, এই গ্রহাণুর আঘতজনীত কারণে তা মিলিয়ে গিয়েছিল। একই সাথে সেকালের কেনোরল্যান্ড মহা-মহাদেশ -এর পুনর্বিন্যাসকে ত্বরান্বিত করেছিল।  ১৮০ কোটি বৎসরের দিকে এই মহা-মহাদেশটি পুনর্বিন্যাসিত হয়ে নতুন রূপ লাভ করে। এ মহাদেশের নামকরণ করা হয়েছে কলাম্বিয়া মহা-মহাদেশ (Columbia supercontinent)

এই যুগের কালানুক্রমিক ঘটনাবলি

জীবজগৎ ও তার ক্রমবিবর্তন
এই অধিযুগের ১৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
আদি জীবকণিকাগুলো সু-প্রাণকেন্দ্রীয় কোষের উপর ভিত্তি করে উন্নততর প্রজাতিতে পরিণত হয়। বিজ্ঞানীরা এই বিশেষ প্রজাতিগুলোকে ইউক্যারিয়েটা স্বক্ষেত্র হিসেবে শ্রেণিকরণ করেছেন।

ইউক্যারিয়েটা জীবকণিকাগুলো পরিবেশের সাথে অভিযোজনের সূত্রে, সাগর জলের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপ লাভ করেছিল। এই সময়ে প্রজননের ক্ষেত্রে যৌন ও অযৌন প্রক্রিয়ার বৈশিষ্ট্য ধারণ করে, নতুন প্রজাতির উদ্ভব হয়েছিল। ফলে এদের দেহের সু-প্রাণকেন্দ্রীয় কোষগুলো জটিলতর হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই আকারের বিচারে প্রাক্-প্রাণকেন্দ্রিক কোষের চেয়ে এই কোষগুলো অনেক বড় আকার লাভ করেছিল। এ সকল কোষের প্রাণকেন্দ্রের বাইরে দুই স্তরের আবরণী পর্দার উদ্ভব হয়েছিল।

সু-প্রাণকেন্দ্রীয় কোষগুলো নানা পরিবর্তনের ফলে পরবির্তনের মধ্য দিয়ে, জীবজগতের প্রধান চারটি জীবরাজ্যের সূত্রপাত হয়েছিল। এগুলো হলো- প্রোটিস্টা, উদ্ভিদ, ছত্রাক এবং প্রাণী। তবে এই সময়ে এ সকল রাজ্যের সকল বৈশিষ্ট্য নিয়ে প্রজাতিসমূহ বিকশিত হয়ে উঠে নি।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Paleoproterozoic
http://essayweb.net/geology/timeline/paleoproterozoic.shtml
http://www.britannica.com/EBchecked/topic/175886/Paleoproterozoic-Era