নেনা মহাদেশ
(
Nena
)
প্রাচীন পৃথিবীর ক্ষুদ্রাকার মহাদেশ।

হৃয়াসিয়ান অধিযুগের ২০০.০৫ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে ব্যাপক অগ্ন্যুৎপাত, ভূকম্পন ইত্যাদির কারণে ভূস্তরে ব্যাপক পরিবর্তন ঘটে। এর ফলে কারণে ভূস্তরে ব্যাপক পরিবর্তন ঘটে। বিশেষ করে নানা ধরনের ক্র্যাটন ও মহাকাশীয় ঢাল মিলিত হয়ে নতুন ভূখণ্ড সৃষ্টির সম্ভাবনা প্রবল হয়ে উঠে। এই প্রক্রিয়ার ভিতর দিয়ে কলাম্বিয়া  নামক মহামহাদশের সূচনা হয়েছিল। এই অবস্থার ভিতর দিয়ে পশ্চিম আফ্রিকান ক্র্যাটন এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চল নিয়ে তৈরি হয়েছিল আট্‌লান্টিকা মহাদেশ 

ওরোসিরিয়ান অধিযুগের ১৯০-১৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে  আট্‌লান্টিকা মহাদেশ থেকে-  সাইবেরিয়া, বাল্টিকা, গ্রিনল্যান্ড এবং উত্তর আমেরিকা একত্রিত ভূখণ্ড হিসেবে পৃথক হতে শুরু করে। এই সূত্রে ১৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে একটি নূতন মহাদেশের সৃষ্টি হয়, ভূবিজ্ঞানীরা তার নামকরণ করেছেন নেনা মহাদেশ সূচনার দিকে এই মহাদেশ আট্‌লান্টিকা মহাদেশর সাথে প্রায় গায়ে গায়ে লেগেছিল।

১৮০ থেকে ১৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই মহাদেশটি
আট্‌লান্টিকা মহাদেশ থেকে পৃথক হয়ে যায়। এরপর উর, নেনা এবং আটলান্টিকার খণ্ড খণ্ড অংশগুলো একত্রিত হয়ে তৈরি হয় কলাম্বিয়া মহা-মহাদেশ। ১১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে নেনা, উর এবং আটলান্টিকা মিলিত হয়ে তৈরি হয়েছিল রোডিনা।