কলাম্বিয়া
মহা-মহাদেশ
ইংরেজি:
continent।
প্রাচীন পৃথিবীর একটি মহা মহাদেশ।
আর্কিয়ান কালের-এর প্রথমদিকে সৃষ্ট
ভাল্বারা মহা-মহাদেশ
২৮০-২৫০ কোটি বৎসরের ভিতরে বিভক্ত হয়েছিল।
এই বিভাজনের সূত্রে ২৭০ কোটি
বৎসর আগে নতুন
কেনোরল্যান্ড
মহা-মহাদেশের সৃষ্টি হয়েছিল। এই সময়ের ভিতরে
উর মহা-মহাদেশটি
কেনোরল্যান্ড-এর
সাথে যুক্ত হয়ে ছিল।
ওরোসিরিয়ান অধিযুগে
(২০০ কোটি ৫ লক্ষ বৎসর থেকে ১৮০ কোটি পূর্বাব্দ) মহা-মহাদেশে একটি গ্রহাণু আঘাত
হানে। এর ফলে
পৃথিবীর গায়ে বিরাট
ক্ষত সৃষ্টি হয়েছিল। বর্তমান দক্ষিণ আফ্রিকায়
এর চিহ্ন পাওয়া যায়। এই ক্ষতটির
নাম ভ্রেডেফোর্ট (Vredefort)
খাত।
গ্রহাণুর আঘাতের ফলে বায়ুমণ্ডলে
তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। এর ফলে বায়ুমণ্ডল অস্বাভাবিক রকমের উত্তপ্ত হয়ে
উঠেছিল।
২১০
কোটি বৎসর আগের
হুরোনিয়ান
বরফ যুগ
-এর শীতলতা যাও ছিল, এই গ্রহাণুর আঘতজনীত কারণে তা মিলিয়ে গিয়েছিল। একই
সাথে সেকালের
কেনোরল্যান্ড মহা-মহাদেশ
-এর
পুনর্বিন্যাসকে ত্বরান্বিত করেছিল।
২০০ কোটি পূর্বাব্দে পশ্চিম আফ্রিকান ক্র্যাটন এবং দক্ষিণ আমেরিকার
পূর্বাঞ্চলীয় অনেকগুলো ক্র্যাটন নিয়ে তৈরি হয়েছিল আটলান্টিকা মহাদেশটি।
এর উত্তরাংশে ছিল পশ্চিম আফ্রিকা, ব্রাজিল ও গায়না। দক্ষিণ দিকে ছিল বর্ধিত
এন্টার্ক্টিকা, কঙ্গো কাসাই ক্র্যাটন, রিও ডি লা প্লাটা ক্র্যাটন এবং সাঁও
ফ্রান্সিসকো ক্র্যাটন।
মেসোপ্রোটারোজোয়িক যুগ-এর
তৃতীয়
এবং শেষ অধিযুগ যুগের
১৯০ কোটি
পূর্বাব্দে কিছু আর্কিয়ান ক্র্যাটন এবং আমাজোনিয়া ক্র্যাটন, বাল্টিকা
এবং পূর্ব- এন্টার্ক্টিকা নিয়ে
তৈরি হয়েছিল
নেনা মহাদেশ।
সূচনার দিকে এই মহাদেশ
আট্লান্টিকা মহাদেশের
সাথে প্রায় গায়ে গায়ে লেগেছিল।
১৮০ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে
আট্লান্টিকা মহাদেশ
থেকে এই মহাদেশ
পৃথক হতে শুরু করে। এই বিভাজনের সূত্রে সাইবেরিয়া, বাল্টিকা, গ্রিনল্যান্ড এবং
উত্তর আমেরিকা নিয়ে পূর্ণাঙ্গ নেনা মহাদেশের অবয়ব স্পষ্ট হয়ে উঠে।
এই অবস্থায় ১৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
আটলান্টিক, উর এবং নেনা মহাদেশ মিলে একটি নতুন মহা-মহাদেশের উদ্ভব হয়। বিজ্ঞানীরা
এই
মহা-মহাদেশের
নামকরণ করেছেন
কলাম্বিয়া মহা-মহাদেশ ।
ভূতত্ত্ববিদ
J.J.W. Rogers
এবং M. Santosh
এর মতে, এর অস্তিত্ব ছিল ১৮০ কোটি থেকে ১৫০ কোটি বৎসরের ভিতরে। ধারণা করা হয়, এই মহাদেশটি উত্তর-দক্ষিণ বরাবর ছিল ১২,৯০০ কিলোমিটার (৮০০০ মাইল)
এবং পাশাপাশি ছিল ৪৮০০ কিলোমিটার (৩০০০ মিটার)।
১৫০ কোটি বৎসর আগে এই
মহা-মহাদেশ বিভাজিত হওয়া শুরু করে। এই বিভাজনের সূত্রে
১১০
কোটি বৎসর আগে
নতুন
রোডিনা মহা-মহাদেশ সৃষ্টি হয়।