আটলান্টিকা মহাদেশ
Atlantica continent
প্রাচীন মহাদেশ বিশেষ।

২০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে পশ্চিম আফ্রিকান ক্র্যাটন এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলীয় অনেকগুলো ক্র্যাটন নিয়ে তৈরি হয়েছিল এই মহাদেশটি। এর উত্তরাংশে ছিল পশ্চিম আফ্রিকা, ব্রাজিল ও গায়না। দক্ষিণ দিকে ছিল বর্ধিত এন্টার্ক্টিকা, কঙ্গো কাসাই ক্র্যাটন, রিও ডি লা প্লাটা ক্র্যাটন এবং সাঁও ফ্রান্সিসকো ক্র্যাটন। এই মহাদেশ তৈরির সূত্রে দক্ষিণ আটলান্টিক মহাসাগর উন্মুক্ত মহাসাগরে পরিণত হয়েছিল। এই কারণে ১৯৯৬ খ্রিষ্টাব্দে রজার, আটলান্টিকা মহাসাগরের নামানুসারে এই মহাদেশের নামকরণ করেছিলেন আটলান্টিকা।

অন্যদিকে
২৫০ কোটি থেকে ২০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
কানাডিয়ান ঢাল-ভূখণ্ডের ওয়াইয়োমিং ক্র্যাটন, সুপিরিয়র ক্র্যাটন এবং উত্তর আটলান্টিক ক্র্যাটন ও সাইবেরিয়ান ভূ-ঢালখণ্ডের সাইবেরিয়ান ক্র্যাটন গ্রিনল্যান্ড সমন্বয়ে আর্ক্টিকা মহাদেশ গড়ে উঠেছিল।

উল্লেখ্য, ১৯০ কোটি পূর্বাব্দে কিছু আর্কিয়ান ক্র্যাটন এবং আমাজোনিয়া ক্র্যাটন নিয়ে নেনা মহাদেশের সূচনা হয়েছিল।

১৬০-১৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে মহাদেশগুলো বিচ্ছিন্ন হতে থাকে এবং
উর মহাদেশ, নেনা এবং আটলান্টিকার খণ্ড খণ্ড অংশগুলো একত্রিত হয়ে তৈরি হয় কলাম্বিয়া মহা-মহাদেশ। আর ১০০ কোটি পূর্বাব্দে নেনা, উর এবং আটলান্টিকা মিলিত হয়ে তৈরি হয়েছিল রোডিনা।