পশ্চিম আফ্রিকান ক্র্যাটন
West African Craton

একটি ক্র্যাটন বিশেষ। বর্তমান আফ্রিকান পাত গড়ে উঠেছে পাঁচটি ক্র্যাটনের উপর। এই ক্র্যাটনগুলো হলো- পশ্চিম আফ্রিকান, কালাহারি, কঙ্গো, সাহারান মেটাক্র্যাটন ও তাঞ্জানিয়া ক্র্যাটন। এই ক্র্যাটনের সবগুলোরই আদি ভিত্তিভূমি তৈরি হয়েছিল আর্কিয়ান কাল (৪০০-২৫০ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দ)-এর মাঝামাঝি সময়ে। তবে ক্র্যাটন হিসেবে আদি রূপ লাভ করেছিল ৩৬০-২৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে।

এই ক্র্যাটনের সীমানা ধরা হয়, মরক্কোর ছোট আটলাস পর্বতমালা থেকে গায়না উপসাগর পর্যন্ত। একালের আফ্রিকার যে সকল দেশ এই ক্র্যাটনের উপর অবস্থিত, সেগুলো হলো- আইভরি কোস্ট, আলজেরিয়া, গাম্বিয়া, গিনি বিসাউ, গিনি, ঘানা, টোগো, বুর্কিনা ফাসাও, বেনিন, মরক্কো, মালি, সিয়েরা লাইবেরিয়া, লিওন ও সেনেগাল।


সূত্র: