বর্তমান
আফ্রিকা
মহাদেশের
মধ্য তাঞ্জানিয়া এই
ক্র্যাটনের উপর অবস্থিত।
এই ক্র্যাটনটির আদি প্রস্তরসমূহ তৈরি হয়েছিল প্রায় ৩০০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে সৃষ্টি হয়েছিল। এই ক্র্যাটনটি সুস্থির দশায় পৌঁছেছিল ২০০
কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এই সময়ের ভিতরে কাপ্ভাল, জিম্বাবুয়ে, তাঞ্জানিয়া এবং
পশ্চিম আফ্রিকান ক্র্যাটন মিলিত হয়ে- বর্তমান আফ্রিকা মহাদেশ তৈরি করেছে।
এই ক্র্যাটনটি মূলত পূর্ব আফ্রিকার উপত্যাকার অধিকাংশ অঞ্চলে ভিত্তি হিসেবে বিবেচনা
করা হয়।